রাজ্যের খবর

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, জারি সতর্কতা

Eye-catching low pressure, prohibition to go to the sea, warnings issued

Truth Of Bengal : জাহেদ মিস্ত্রী : নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথরপ্রতিমা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। আজ সকাল থেকেও আকাশ কালো মেঘে ঢেকে আছে। উপকূলে বইছে দমকা ঝড়ো হাওয়া। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনীর তরফে চলছে মাইকিং প্রচার।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ক্রমশ বাংলা ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। এই নিম্ন চাপের প্রভাবে আজ বঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি জেলা ও সংলগ্ন জেলা গুলিতে। বৃষ্টির পাশাপাশি সমুদ্র উপকূলে ঘন্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে উত্তাল হবে নদী ও সমুদ্র। মৎস্য দপ্তরের পক্ষে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখন ইলিশ ধরার মরসুমে লোকসানের মুখে মৎস্যজীবীরা।

Related Articles