
The Truth of Bengal: সকালে প্রাতঃকৃত্য করতে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানেই আচমা হাতির হামলার মুখে পড়েন তিনি। মৃতের নাম মোংরা ওঁরাও, বয়স ৬০। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বড় মেয়ে। ঘটনাটি ঘেটেছে, ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা টা বাগানের লালটিং লাইনে।
স্থানীয় সূত্রের খবর, রোজকার মতো, সকাল ৬টা নাগাদ মোংরা ওঁরাও জঙ্গলে গিয়েছিলেন প্রাতঃকৃত্য সারতে। সেই সেময়ই একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসে। ওই ব্যক্তি পালানোর আগেই, হাতিটি হামলা চালায়। শুঁড় দিয়ে প্রথমে আছাড় মারে, তারপর পা দিয়ে পিষে দেয়। তাঁর চিৎকার শুনে, দৌড়ে আসেন মোংরার বড় মেয়ে। হাতিটি তাঁকেও তাড়া করে। প্রাণ বাঁচাতে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে, পড়ে গিয়ে গুরুতর আহত হন মোংরার বড় মেয়ে।
বনদফতর সূত্রের খবর, হাতির হানার খবর পেয়েই বিট কর্মীরা এলাকায় পৌঁছন, এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিবার যাতে সরকারের তরফে ক্ষতিপূরণ পায়, তারও ব্যবস্থা করা হচ্ছে।