Domicile Certificate: শুনানিতে ডোমিসাইল সার্টিফিকেট বাতিল, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
ওই শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
Truth of Bengal: নির্বাচন কমিশনের এসআইআর শুনানির মাঝপথে কমিশনের এক নতুন সিদ্ধান্ত রাজ্যের বহু লক্ষ ভোটারের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আনম্যাপড ভোটারদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে নির্ধারিত কাগজপত্র যাচাই করা হচ্ছিল। ওই শুনানিতে প্রমাণপত্র হিসেবে জমা দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট আপাতত গ্রহণযোগ্য নয় বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যে ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়া বহু ভোটারকে ফের শুনানির জন্য ডাক পাঠানো হতে পারে, এমন ইঙ্গিত মিলেছে নির্বাচন কমিশনের কাছ থেকে।নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, নো-ম্যাপ ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্ধারিত মোট ১৩টি নথির মধ্যে যেকোনও একটিই জমা দিতে হবে। তালিকায় ছিল রাজ্য সরকারের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সম্পর্কিত শংসাপত্রও। এই কারণেই অনেক ভোটার শুনানিতে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছিলেন এবং প্রথমদিকে তা গ্রহণও করা হয়েছিল।প্রাথমিকভাবে কমিশন বলেছিল, এই ধরনের ডকুমেন্ট গ্রহণযোগ্য কি না তা জেলা নির্বাচন আধিকারিক বা সংশ্লিষ্ট জেলাশাসকের স্তরের আধিকারিক যাচাই করবেন।
এমনকি ডোমিসাইল সার্টিফিকেট কোন স্তরের অফিসার ইস্যু করেন, তা জানতে রাজ্য সরকারকেও চিঠি পাঠানো হয়েছিল। কমিশনের পর্যবেক্ষণ ছিল, যে নিয়মে এই সার্টিফিকেট ইস্যু হওয়া উচিত, তা বাস্তবে মানা হচ্ছে না। রাজ্য সরকারের ব্যাখ্যা ছিল, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট জারির ক্ষমতা জেলাশাসকের কাছে ছিল, পরে তা অতিরিক্ত জেলাশাসক ও মহকুমা শাসক/এসডিও-দের দায়িত্বে দেওয়া হয়।






