ট্রেনচালকের তৎপরতায় প্রাণ বাঁচল হাতির, দেখুন সেই ভিডিও
Driver stop train to save elephant

The Truth of Bengal: ট্রেনের ধাক্কা হাতি মৃত্যুর ঘটনা প্রায়ই শুনতে পাওয়া যায় উত্তবঙ্গে। হাতির মৃত্যু ঠেকাতে একগুচ্ছ পরিকল্পনাও নেওয়া হয়েছিল, রেল ও বনদফতরের তরফে। তারপরেও দুর্ঘটনার নজির সামনে এসেছিল। এবার যে চিত্র ধরা পড়ল তা সত্যিই আনন্দদায়ক। রেল চালকের তৎপরতায় প্রাণে বাঁচল একটি হাতি। এই ছবি ধরা পড়ল ডুয়ার্সের নাগরাকাটায়।
রেল সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬:২২ মিনিটে শিলিগুড়ি থেকে একটি লাইট ইঞ্জিন ছাড়ে। সেটি চালসা হয়ে নাগরাকাটার দিকে যাচ্ছিল। সেই সময় ট্রেনের দুই চালক এম এস রাও এবং পি গোস্বামী দেখতে পান রেল লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি।দৃশ্যটি দেখার পরেই তাঁরা এমারজেন্সি ব্রেক কষেন। দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। হাতিটি জঙ্গলের দিকে চলে গেলে ট্রেনটিকে ধীর গতিতে চালু করা হয়।
অন্যদিকে ওই একই দিনে ও একই রুটে সকাল ৬.৪২ টা নাগাদ ফের আরও একটি হাতি একই লাইনে ৭১/১ পিলারের কাছে উঠে পরে। সেই সময় ওই এলাকা দিয়ে ৭৫৭৪১ শিলিগুড়ি ধুবড়ি ডেমু ট্রেন যাচ্ছিল। চালক সুভাষ কুমার দাস এবং সহকারী চালক সুদেব নাথ বিষয়টি লক্ষ্য করেন। এবং ট্রেনের গতি কমিয়ে দেন। হাতিটি রেললাইন পার করে জঙ্গলের দিকে চলে গেলে ফের ট্রেন চালানো শুরু করেন চালকেরা। প্রসঙ্গত, গত ৯ ই অগাস্ট রাতে চাপরামারিতে ট্রেনের ধাক্কায় একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়। তারপর অন্তত ২০ বার ডুয়ার্সের রেলপথে হাতির প্রাণ রক্ষা করলেন ট্রেনচালকেরা।