রাজ্যের খবর

ইঞ্জেকশান দিয়ে অজ্ঞান করে মহিলাকে ধর্ষণ, গ্রেফতার চিকিৎসক

Doctor arrested for raping woman by making her unconscious by injection

Truth Of Bengal: চিকিৎসার নামে এক রোগীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার এক চিকিৎসক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থেকে। দাবি করা হয়েছে, প্রথমে ইঞ্জেকশান দিয়ে ওই মহিলাকে অজ্ঞান করে দিয়েছিল চিকিৎসক। তারপর তাঁকে ধর্ষণ করেন ওই চিকিৎসক। মঙ্গলবার ওই অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। অভিযুক্তকে পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা নিজের চিকিৎসার জন্য হাসনাবাদের বরুণহাটে স্থানীয় এক চিকিৎসকের কাছে গিয়েছিলেন। অভিযোগ উঠেছে, ইঞ্জেকশন দিয়ে ওই মহিলাকে অজ্ঞান করা হয়, তার পর তাঁকে ধর্ষণ করেন অভিযুক্ত। এর সঙ্গে ওই চিকিৎসকের বিরুদ্ধে আরও অভিযোগ তোলা হয়েছে যে, ওই চিকিৎসক নাকি আপত্তিকর ছবিও তুলেছে আর সেগুলিই সমাজমাধ্যমে ভাইরাল করার ভয়ও দেখিয়েছেন মহিলাকে। আর ওই হুমকি দিয়েই নাকি একাধিকবার মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এমনকি অভিযুক্ত নাকি চার লক্ষ টাকা নিয়েছেন মহিলার থেকে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ওই মহিলা।

কর্মসূত্রে মহিলার স্বামী ভিনরাজ্যে থাকেন। ওই মহিলা জানিয়েছেন, দিনের পর দিন তিনি এই অত্যাচার সহ্য করেছেন, তবে এবার আর তিনি চুপ থাকেননি। সাহস নিয়ে পুরো বিষয়টি নিজের স্বামীকে জানিয়েছেন। এরপর স্বামী ফিরলে তাঁকে সঙ্গে নিয়ে তিনি হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পর সোমবার রাতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর সঙ্গে ওই অভিযোগকারিণীর গোপন জবানবন্দিও নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related Articles