মেদিনীপুর লোকসভা আসনে দিদির ভরসা জুন, ঘাটালে আবারও দেব
Didi's reliance on Medinipur Lok Sabha constituency June, Ghatal will be given again

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- জল্পনার অবসান! লোকসভা নির্বাচনে বাংলার ৪২ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে, জনগর্জন সভাতে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা অভিষেকের।
পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য রয়েছে ২ টি লোকসভার আসন, একটি মেদিনীপুর ও অপরটি ঘাটাল। আরামবাগের সভা থেকে দেব কে সামনে বসিয়ে কার্যত এক প্রকার অলিখিতভাবে ঘাটালের প্রার্থী নিশ্চিত করে ফেলেছিলেন দলনেত্রী। তবে মেদিনীপুর কেন্দ্র থেকে অনেকেরই নাম কানাঘুষো শোনা যাচ্ছিলো তৃণমূলের অন্দরে। তবে তা, রবিবার দুপুর ২ টার পর পরিষ্কার হয়ে গেলো অভিষেকের ঘোষণায়।
মেদিনীপুরে বর্তমান তৃণমূল কংগ্রেসের টিকিটের জয়ী হওয়া বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়ার উপরে ভরসা রাখল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর লোকসভা আসনে দিদি ভরসা জুন! তবে এবার মেদিনীপুর আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
FREE ACCESS