হ্যাট্রিক দেবের! তৃতীয়বার ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে নিজের প্রতিশ্রুতি নিয়ে অনড় দেব
Dev will stand by his promise after winning from Ghatal center for the third time

The Truth of Bengal: হ্যাট্রিক দেবের! পরপর তিনবার তিনি ঘাটাল কেন্দ্র থেকে বিজয়ী হলেন। তবে এবার তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বীর ব্যবধান আরও বেড়েছে। আগেরবারের থেকে প্রায় পৌনে লাখ ভোটের মার্জিন জিতেছেন তিনি। প্রথম থেকে হিরণ এগিয়ে থাকলেও শেষে বাজিমাত করেছেন অভিনেতা দেব। প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছিল দুজনের মধ্যে। তবে শেষ পর্যন্ত জয় হল দেবের।
তৃতীয়বারেও ঘাটাল কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হলেন দেব। ৪ জুন ভোট গণনার শুরু থেকেই কখনও দেব এগোচ্ছিলেন কখনও আবার হিরণ। কিন্তু শেষ পর্যন্ত তিনি হিরণকে ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটে পরাজিত করলেন। এবার তিনি আগের বারের তুলনায় প্রায় ৭৫ হাজার বেশি ভোট পেয়েছেন। পঞ্চম রাউন্ডের পর থেকে দ্রুত গতিতে এগিয়ে যান দেব। ভোটে জিতেই আবির খেলায় মেতে ওঠেন তিনি। এবং তারপর জয়ের শংসাপত্র পাওয়ার পর তাঁর পুরনো প্রতিশ্রুতি তিনি মনে করালেন।
ভোটে জিতেই প্রতিশ্রুতি দিলেন দেব। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন যে, তিনি এবার যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ঘাটালে। সেই কথা মনে করিয়ে তিনি এদিন বলেন ‘আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।’ তিনি আরও জানান ঘাটাল মাস্টারপ্ল্যান তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, তবে এবার তিনি ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সমস্যা দেখেছেন। সেগুলোও তিনি ধীরে ধীরে সমাধান করবেন।
দেব এদিন হিরনের বিষয়ে বলেন, ‘হিরণ বাবু গত তিন মাস আমায় ঠেস দিয়ে অনেক কথা বলেছেন অসংখ্য মিথ্যে, কুকথা ছড়িয়েছেন। কী লাভ হল ওঁর? আমি কোনও পাল্টা মন্তব্য করিনি। আমি বরাবর মানুষের ভালোবাসায় বিশ্বাসী। আমি দেখিয়ে দিলাম কাউকে খারাপ কথা না বলেও জেতা যায়।’