ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Dead body of unidentified person recovered from Phulbari Mahananda barrage

Truth Of Bengal : শিলিগুড়ি : বিশ্বজিৎ সরকার : শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে শুক্রবার স্থানীয়রা প্রথমে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের ১ নম্বর লকগেটে এক ব্যক্তির মৃত দেহ ভেসে উঠতে দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অপরদিকে এই ঘটনা চাউর হতেই ভিড় জমান এলাকার সাধারণ মানুষ।
যদিও স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় আগে কখনও ওই ব্যক্তিকে দেখা যায়নি। ওই ব্যক্তি ওই এলাকার নন। ফাঁসিদেওয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও নাম পরিচয় জানার চেষ্টা শুরু করা হয়েছে। পাশাপাশি কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরে জানা যাবে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ।