রাজ্যের খবর

বিশ্বকর্মা প্রতিমার থিমে চন্দ্রযান-৩

Chandrayaan-3 on the theme of Vishwakarma Pratima

The Truth of Bengal: প্রতিমায় ফুটে ঊঠেছে চন্দ্রযান-৩। চলতি বছরের ১৪ জুলাই শ্রীহরিকোটা থেকে সফলভাবে চাঁদে পাড়ি দিয়ে ছিল ইসরোর চন্দ্রযান-৩,সফল ভাবে চাঁদের মাটি ছুঁয়েছিল ২৩ শে আগস্ট।ভারত প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে।ভারতীয় বিজ্ঞানীদের সেই সাফল্যর ছবি তুলে ধরে তাক লাগালো পশ্চিম  মেদিনীপুর জেলার দাসপুরের বাসিন্দা মৃৎশিল্পী দীপক মাইতি।স্পষ্ট ভাষায় কথা বলতে পারেনা মৃৎশিল্পী দীপক, কিন্তু কাজে দক্ষতায় বরাবরই চমক রাখে দীপক।

বিশ্বকর্মা প্রতিমায় চন্দ্রযান-৩ র সাফল্যের ছবি তুলে ধরে ইতিমধ্যে নজর কেড়েছে দাসপুরের এই মৃৎশিল্পী।মৃৎশিল্পী দীপক নিজে হাতে তৈরি করেছে বিশ্বকর্মা প্রতিমার সাথে চন্দ্রযান-৩ র হুবহু প্রতিকৃতি।পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছে বিশ্বকর্মা ও তার বাহন,বিশ্বকর্মার হাতে ইসরোর LVM3-M4 রকেট,যার সফল উৎক্ষেপনের ফলে চাঁদে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩ র বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞান।কাঠামোর উপর মাটি ও রং দিয়ে চন্দ্রযান-৩ র হুবহু প্রতিকৃতি ফুটিয়ে তুলেছে দীপক মাইতি।

ভারতীয় বিজ্ঞানী গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ র সফল উৎক্ষেপণ ও চাঁদের মাটিতে সফল অবতরণের দৃশ্য দেখে তা থেকে উদ্ভুদ্ধ হয়েই বিশ্বকর্মা পুজোয় প্রতিমার সাথে চন্দ্রযান-৩ র সাফল্য তুলে ধরার চিন্তাভাবনা এমনটাই জানান মৃৎশিল্পী দীপক মাইতি।এবার চাঁদে পাড়ি দিলো বিশ্বকর্মা সঙ্গে রয়েছে গজরাজ,এমন ছবিতে উত্তাল জেলা বাসী, শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে চাক্ষুষ করা জিনিস কে বাস্তবে রূপ দিতে দক্ষ তরুণ এই মৃৎশিল্পী। তার দক্ষতার প্রশংসা গ্রামবাসীদের।প্রতিমার রূপদানের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত  মৃৎশিল্পী দীপক মাইতি।