রাজ্যের খবর

সন্দেশখালি কাণ্ডে ইডি-সিআরপিএফ সমন্বয়ের অভাব প্রকাশ্যে, তদন্তকারী আধিকারিক বদল

Central Investigation Officer change

The Truth of Bengal: সন্দেশখালি সরবেড়িয়া কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা আক্রান্ত হয়েছিলেন। সেই ঘটনায় ইডি-সিআরপিএফের সমন্বয়ের অভাব এবার প্রকাশ্যে এল।

ঘটনার সময় আধিকারিকদের ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল সিআরপিএফদের বিরুদ্ধে।এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অধিকর্তা রাহুল নবীন কলকাতা এসেছিলেন। এরপরেই তদন্তকারী আধিকারিককে বদল করা হলো। রবীন্দ্র দাহিয়ার বদলে দায়িত্বে আসছেন প্রশান্ত চান্দ্রিল। ইডির একাংশের দাবি, প্রশান্ত চান্দ্রিল অনেক আগে থেকেই এই মামলায় যুক্ত ছিলেন।

বরং রবীন্দ্র দাহিয়াকে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সম্পূর্ণ প্রসঙ্গ সম্পর্কে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা মুখ খুলতে চাইছেন না। এই বদলের কারণ নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধীরা বলছেন, এই বদল ইডির তদন্তকে প্রভাবিত করার জন্য করা হয়েছে।

Related Articles