রাজ্যের খবর

নামি জলের কোম্পানির ব্র্যান্ড নকল করে জালিয়াতি, গ্রেফতার ব্যবসায়ী

Businessman arrested for forging brand of Nami Water company

Truth Of Bengal: নামি কোম্পানি ব্র্যান্ডের নাম নকল করে চলছে জল বিক্রি। এমনই অভিযোগ উঠেছে ইকোপার্ক থানার হাতিয়াড়া পূর্বপাড়া এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক পানীয় জলের ব্যবসায়ীকে। শুক্রবার রাতে ইকো পার্ক থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নামি সংস্থার ব্র্যান্ডকে নকল করে জলের ব্যবসা চালাচ্ছিল এক ব্যবসায়ী। ইতিমধ্যে ইকোপার্ক থানার পুলিশ বেশ কিছু জলের জার উদ্ধার করেছে। একটি গাড়ি আটক করেছে, আর ওই জল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার অভিযুক্তকে বারাসাত আদালতে পেশ করা হবে।

Related Articles