এসআইআরের বিরোধিতা করছেন খোদ বিএলও, কী বলছেন তিনি?
						Truth Of Bengal: বাংলায় এসআইআরের কাজ চালু হওয়ার আগে থেকেই বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা। তবে ঘোষণা হওয়ার পর রাজ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহাওয়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নদিয়ার শান্তিপুরে। এসআইআরের বিরোধিতা করেছেন স্থানীয় শিক্ষক, তথা বিএলও, প্রসেনজিৎ সাহা। বিজেপি এই ব্যাপারে ক্ষুব্ধ হলেও কোনও মন্তব্য করতে চায়নি তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ ‘পাকিস্তানে বিস্ফোরণে ঘুম উড়েছিল ওদের’, বিহারে কাকে কটাক্ষ করলেন মোদি?
জানা গিয়েছে, সম্প্রতি শান্তিপুরে ‘জন উদ্যোগ’ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছিল এক বিক্ষোভ কর্মসূচির। সেখানেই যোগ দিয়েছিলেন ১৯৬ নম্বর বুথের বিএলও প্রসেনজিৎ সাহা। এখানেই শেষ নয়, এসআইআরের প্রতিবাদ করে মাইক হাতে বক্তব্য রাখার পাশাপাশি কুশপুতুল পর্যন্ত দাহ করেন। গোটা ঘটনাটি নিয়ে চরম ক্ষুব্ধ পদ্ম শিবির। তাদের প্রশ্ন, কমিশনের লোক হয়ে কীভাবে এমন কথা তিনি বলতে পারলেন? কেন পদক্ষেপ নেওয়া হবে না তাঁর বিরুদ্ধে? যদিও ঘাসফুল শিবির সেটিকে তাঁর ব্যক্তিগত মতামত বলে দাবি করেছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন প্রসেনজিৎ সাহা। তিনি বলেছেন, “সাধারণ মানুষের সমালোচনা করার অধিকার আছে। যদি আমার কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কোনও প্রশ্ন আসে, তখন আমি তার উত্তর দেবো। আমি কোন দায়িত্বে আছি, সেই ব্যাপারে আমি ওয়াকিবহাল। আমার রাজনৈতিক মতামত ও সরকারি দায়িত্ব আলাদা।” প্রসঙ্গত, আগামী মঙ্গলবার এসআইআরের বিরোধিতা জানিয়ে পথে নামবে শাসকদল তৃণমূল কংগ্রেস। মিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায়। সেক্ষেত্রে রাজ্যবাসীর নজর থাকবে আগামীদিনে এই পর্ব ঠিক কোন পথে এগোয়।
				





