রাজনীতিরাজ্যের খবর
Trending

আবারও দিলীপের গরমাগরম বাক্যবাণ, কি বললেন বিজেপি প্রার্থী?

Bjp Candidate Dilip Ghosh

The Truth Of Bengal: আবারও দিলীপ ঘোষ, আবারও বিতর্কিত মন্তব্য, আবারও সেই গরমাগরম বাক্যবাণ। এবার বিজেপি প্রার্থীর উবাচ, “দিলীপ ঘোষ এখনও দাদাগিরি শুরু করেনি। ওরা টুকটাক করছে। যেদিন একটা কামারের ঘা মারব না, ঠিক হয়ে যাবে।”

বৃহস্পতিবার সকালে বর্ধমানে জনসংযোগে বেরিয়ে তাঁর মুখে শোনা গেল গরমাগরম বাক্যবাণ। একইসঙ্গে ভোটে অশান্তি নিয়ে তৃণমূল নেতৃত্বকে তাঁর হুঁশিয়ারি, “ভোট পর্যন্ত আমরা আইন মেনে চলছি। তার পর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে।” একইসঙ্গে এজেন্সি দাওয়াই দিলেন তিনি।

এই প্রচারে পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই তার বক্তব্য, “এখনও দাদাগিরি শুরু করেনি।” ভোটের মুখে জেলায়-জেলায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে খবর আসছে। এ প্রসঙ্গে দিলীপের মন্তব্য, “ভোট পর্যন্ত আমরা আইন মানি। তার পর হয় জেলে যাবে, না হয় বাংলাদেশে যাবে।”

Related Articles