বাংলাই দেশকে পথ দেখাবে, বঞ্চনার বিরুদ্ধে ব্রিগেডে গর্জন
Bengal will guide the country, roared the brigade against deprivation

The Truth Of Bengal : ৩ বছরের টাকা না দেওয়ার যন্ত্রণা বুকে নিয়ে যাঁরা কেন্দ্রের কাছে দাবিপেশ করতে চাইছেন, তাঁদেরই কেন্দ্রের সরকার বাধা দিচ্ছে। বিজেপির সামনে থেকে লড়ার সাহস না থাকায় পিছনের দরজা, দিয়ে ব্রিগেডের সভাকেও বানচালের চক্রান্ত করছে। পঃমেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে আবারও গেরুয়া শিবিরকে চড়া সুরে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০মার্চের তৃণমূলের ব্রিগেড সভার প্রসঙ্গ নিয়ে সোচ্চার হন তিনি। ১০০দিনের কাজের টাকা ও আবাসের বকেয়া টাকা দেওয়ার দাবিতে এই মেগাসভার ডাক দেওয়া হয়েছে। সেই সভার জন্য রেল মন্ত্রকের কাছে ট্রেন দেওয়ার আবেদন জানানো হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানেও ষড়যন্ত্রের খেলা খেলা হচ্ছে, তবু বাংলাই শেষ কথা বলবে, ভয় না পেয়ে বঞ্চনার জবাব চাইবে দিল্লির কাছে, স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র অর্থ না মেটালে, মে মাসের মধ্যে
- আরও ১১লক্ষ বাড়ি নির্মাণ করে দেবে রাজ্য সরকার
- ইতিমধ্যে ৪৩লক্ষ বাড়ি তৈরির বিষয়টি নিশ্চিত হয়েছে
- মেদিনীপুরে ১০লক্ষাধিক বাড়িতে পানীয় জল পৌঁছাবে
- ২লক্ষ ৮৪হাজার বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে গেছে
- ২হাজার কোটি টাকার প্রকল্পের উধ্বোধন মুখ্যমন্ত্রীর
- নতুন করে ৭লক্ষ পরিবার পরিষেবা পেলেন
এবার ‘বাংলায় শিল্পের হাওয়া চলছে’ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে বিরোধীরা ভয় পাচ্ছে বলেই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চাকরির অভাব হবে না, তার কারণ সারা মেদিনাপুরজুড়ে চলছে শিল্পের হাওয়া। মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া।শিল্পের সম্ভআবনার খতিয়ানও দেন প্রশাসনিক প্রধান।
- খড়্গপুর থেকে মোড়গ্রাম ইন্ডাস্ট্রিয়াল করিডর
- শালবনিতে কাজ চলছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মযজ্ঞ
- মোট ৯টি ইন্ডাস্ট্রিয়াল পার্কে মিলবে চাকরি
- গড়বেতায় কাজের সুযোগ মিলবে স্টিল ফ্যাক্টারিতে
- খড়্গপুরে আইটি পার্কেও লক্ষাধিক কর্মসংস্থানের সম্ভাবনা
- ক্ষুদ্র-মাঝারি শিল্পে লক্ষ লক্ষ যুবকের রোজগার হবে
আগামীদিনে রাজ্যের কোনও ছেলে মেয়েকে আর বাইরের রাজ্যে যেতে হবে না। শিল্প নির্মাণের ভবিষ্যতের ভিত গড়ার প্রক্রিয়া কিভাবে হবে তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিজেপির বিদ্বেষ আর রং দেখে উন্নয়ন করার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব শ্রেণির মানুষকে ব্রিগেডের সভা থেকেই আগামীর লড়াইয়ের প্রস্তুতির কথাও বলেন।
FREE ACCESS