বাজারদর নিয়ন্ত্রণে নদিয়ায় বিভিন্ন বাজার পরিদর্শন করলেন বিডিও
BDO visited various markets in Nadia to control market prices

The Truth Of Bengal, নদিয়া,মাধব দেবনাথঃ বাজারদর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ- সমস্ত জিনিসপত্রের জোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর গতকাল মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও জেলাগুলি এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব।
এদিনের এই বৈঠকের লক্ষ্য ছিল, মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কি না, তার মূল্যায়ন করা। সেখানে বিভিন্ন দফতর তথা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজারদর সম্পর্কে জানতে চান মুখ্যসচিব। সেক্ষেত্রে বিগত আট দিনে বাজারদরে কতটা পরিবর্তন এসেছে সে বিষয়েও খবর নেন তিনি।আজ সকাল থেকেই নদীয়া জেলার বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত। তাহেরপুর থানার উদ্যোগে বাদকুল্লা ধান হাটবাজার পরিদর্শনে আসেন হাসখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী সায়ন্তন ভট্টাচার্য মহাশয় আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তাহেরপুর থানার ওসি সুজয় কুমার দাস মহাশয় হাঁসখালি ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী সায়ন্তন ভট্টাচার্য মহাশয় বাদকুল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি রিতা বিশ্বাস এবং উপপ্রধান সুবীর বিশ্বাস মহাশয়।
এছাড়া উপস্থিত ছিলেন হাসখালি ব্লক সভাপতি মহাশয় এবং অন্যান্য নেত্রীবৃন্দরা বাদকুলা ধানহাট বাজার তিনি বুধবার পরিদর্শন করেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেন প্রত্যেকটা কাঁচামালের দাম পর্যবেক্ষণ করে আমদানি রপ্তানির কথা জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তাদের মতামত একই সাথে ক্রেতাদের সাথেও কথা বলেন তারা। নির্দেশ দেন তবে এক্ষেত্রে কৃষক এবং খুচরো বিক্রেতাদের মধ্যে মধ্যস্থতাকারী ফোড়েদের হুঁশিয়ারি দিয়ে বলেন অহেতুক সঞ্চয় কিংবা বেশি লাভে মাল বিক্রি করলে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। অন্যদিকে সরকারি নির্দেশ অনুযায়ী আমদানি বাড়বে এবং সুফল বাংলার বিভিন্ন স্টল বিভিন্ন বাজারে নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।