রাজ্যের খবর

‘বাংলাই দেখাচ্ছে পথ’, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী-রূপশ্রী’র প্রশংসায় পঞ্চমুখ ইউনিসেফ

'Banglai showing the way', Panchmukh UNICEF praises CM's brainchild 'Kanyashree-Rupshree'

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘কন্যাশ্রী’ প্রকল্প ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে। সম্প্রতি, ‘কন্যাশ্রী’ এবং ‘রূপশ্রী’ প্রকল্প ইউনিসেফের প্রশংসা লাভ করেছে। গত শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত এক সেমিনারে ইউনিসেফের ফিল্ড অফিসের প্রধান মনজুর হোসেন উপস্থিত ছিলেন। তিনি বক্তৃতা কালে এই দুই প্রকল্পের অবদান স্মরণ করান। হোসেনের মতে, এই প্রকল্পগুলি রাজ্যের সামাজিক উন্নয়নে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে এবং নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে, যখন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখন ইউনিসেফ আধিকারিকের এই মন্তব্য উল্লেখযোগ্য।

এই অনুষ্ঠানে পঞ্চাশটিরও অধিক স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। সম্প্রতি কন্যাশ্রী দিবসের এক অনুষ্ঠানে ইউনিসেফ রাজ্যের বহু সামাজিক প্রকল্পের প্রশংসা করেছে। ইউনিসেফ মনে করে, কন্যাশ্রীর মতো মেয়েদের স্বনির্ভরতা বৃদ্ধির প্রকল্পগুলি শুধু ভারতে নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া উচিত।

ইউনিসেফের প্রশংসা পাওয়ায় ‘কন্যাশ্রী’ ও ‘রূপশ্রী’ প্রকল্পের জন্য চন্দ্রিমা ভট্টাচার্য আবেগপ্রবণ হয়ে বলেন, “এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না! মমতা বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বকে দেখাচ্ছেন কীভাবে মেয়েদের সম্মান দেওয়া উচিত এবং প্রতিটি ক্ষেত্রে তাদের জায়গা করে দেওয়া উচিত।” মমতার মন্ত্রিসভার অন্য এক মহিলা সদস্য শশী পাঁজা একই মত প্রকাশ করেন। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী বলেন, এই দুই প্রকল্প নারী ক্ষমতায়নের পথকে আরও মজবুত করেছে এবং বলেন, “বাংলা আবারও বিশ্বসভায় প্রশংসিত হয়েছে।” প্রশংসা লাভের পর, সামাজিক মাধ্যমে তৃণমূল বলেছে যে বাংলা পথ দেখাচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।

রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা, রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এবং অন্যান্য দলীয় নেতা-নেত্রীরা সামাজিক মাধ্যমে প্রশংসা প্রকাশ করেছেন। সম্প্রতি আরজি কর কাণ্ডে উঠে আসা অরাজনৈতিক আন্দোলনে মহিলাদের ভূমিকা প্রশংসনীয় ছিল। ১৪ অগস্টের মেয়েদের রাত দখল কর্মসূচি কলকাতা শহর থেকে শহরতলি এবং দূরবর্তী জেলার মফস্‌‌সল শহরেও প্রভাব ফেলেছিল। ইউনিসেফ আধিকারিকের মন্তব্য ব্যবহার করে তৃণমূলের নেতা-নেত্রীরা দলীয় প্রচারে নেমেছেন, রাজ্য সরকারের নারী ক্ষমতায়নের দিকে বিশেষ নজর দেওয়ার বার্তা প্রচার করছেন চন্দ্রিমা, শশী, বিরবাহারা।

Related Articles