রাজ্যের খবর

শিলিগুড়িতে বধূকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ

Burn it to death

The Truth of Bengal: শিলিগুড়িতে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সোমবার ধুন্ধুমার পরিস্থিতি শিলিগুড়ি জেলা হাসপাতালে।

শিলিগুড়ির নরেশ মোড়ের বাসিন্দা প্রিয়াঙ্কা সিংহ রায়ের কয়েকমাস আগেই জয়ন্ত সিংহ রায়ের সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হত। এমনকি ঝামেলা লেগেই থাকতো দম্পতির মধ্যে।

গত শনিবার প্রিয়াঙ্কা মাটিগাড়ায় দিদার বাড়িতে যায়। সেখান থেকে রাতে ফিরে আসে। এরপরেই রবিবার তাঁকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এবং এরপরই তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় প্রিয়াঙ্কাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন বধূর পরিবার। যদিও পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়ন্ত সিংহ রায় ও তার ভাই পাপাই সিংহকে রায়কে গ্রেফতার করে।

এদিকে সোমবার দুইজনকে আদালতে তোলার আগে জেলা হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যায় পুলিশ। সেসময়ই সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। দুজনকে দেখেই প্রিয়াঙ্কার পরিবার ক্ষোভে ফেটে পড়ে। হাসপাতালে জরুরি বিভাগের বাইরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভক্তিনগর থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Related Articles