রাজ্যের খবর

গরু চরানো নিয়ে ঝামেলা, তারপর যা হল জানলে চোখ কপালে উঠবে

Police attacked

The Truth of Bengal: গ্রাম্য বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুরুলিয়ার মানবাজারের ঘটনা। মানবাজারের ইন্দকুড়ি এলাকায় গরু চরানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছিল। খবর পেয়ে মানবাজার থানা থেকে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। সেই সময় ঝামেলা থামাতে গেলে বিবাদমান দুপক্ষের মাঝে পড়ে মার খেতে হয় এএসআই অরিন্দম বন্দ্যোপাধ্যায়কে। গরু চরানো নিয়ে ঝামেলা। প্রতিবেশীদের দুই পক্ষের সেই ঝামেলা মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুরুলিয়ার মানবাজারের ঘটনা। মানবাজারের ইন্দকুড়ি এলাকায় গরু চরানোকে কেন্দ্র করে বচসা শুরু হয়েছিল।

খবর পেয়ে মানবাজার থানা থেকে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। সেই সময় ঝামেলা থামাতে গেলে বিবাদমান দুপক্ষের মাঝে পড়ে মার খেতে হয় এএসআই অরিন্দম বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারতে থাকে গ্রামবাসী। আক্রান্ত হন অন্য এক কনস্টেবল ও আরও ২ জন। উদ্ধার করে তাঁদের মানবাজার হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ওই এলাকায় এক মহিলা গরু চরানোর সময় চোর অপবাদ দিলে বচসা শুরু হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর ক্ষোভ আছড়ে পরে। গ্রামবাসীরা নিজেদের মধ্যে বিবাদ ভুলে চড়াও হয়ে ওঠে পুলিশের ওপর। পুলশিকে ঘিরে ধরে মারতে থাকে।

এই অশান্তির জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয় পুরুলিয়া-মানবাজার রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশের বিশাল বাহিনী সেখানে যায়। গোলমালে যুক্ত থাকার কারণে পুলিশ দু’জনকে আটক করেছে। মানবাজারে এই ঘটনার দিন পুরুলিয়া জেলায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশীপুরে দলীয় প্রার্থীর সমর্থনে সভা ছিল তাঁর। এই সভায় উপস্থিত ছিলেন মানবাজারের বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানি টুডু। তিনি বিষয়টি জেনেছেন। কেন এই ঘটনা ঘটল খোঁজখবর নিয়ে তা জানবেন বলে জানান তিনি।

Related Articles