আধার কার্ড জালিয়াতি: গ্রেফতার ৩ ভারতীয়-সহ ৩ বাংলাদেশী
Aadhaar card fraud: 3 Indians, 3 Bangladeshis arrested

Truth Of Bengal: বাংলাদেশীদের জন্য প্রস্তুত করত ভারতীয় আধার কার্ড। যার জেরে গ্রেফতার হয়েছে তিন ভারতীয় নাগরিক। পাশাপাশি তিন বাংলাদেশিকেও গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃত বাংলাদেশিদের মধ্যে রয়েছে মহম্মদ মতিউর রহমান যার বাড়ি বাংলাদেশের নাটোর জেলায়, ধৃত সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্না রায়, এদের বাড়ি বাংলাদেশের বরিশালের উজিরপুর থানা এলাকায়।
ধৃতদের মধ্যে সন্ধ্যা ও মতিউরের নামে অসদ উপায়ে আধার কার্ড করে দিয়েছিল হাবড়ার পৃথিবার বয়রাগাছি এলাকার সায়েম হোসেন এবং মানিকতলা এলাকার মিন্টু দাস ও অমিত মন্ডল। ধৃতদের কাছ থেকে দুটি আধার কার্ডও আটক করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সূত্রে অভিযান চালিয়ে আনোয়ার বেরিয়া এলাকা থেকে তাদের ধরা হয়। মঙ্গলবার ধৃতদের তোলা হয় বারাসাত আদালতে। পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশিদের এদেশে আসার বৈধ কোন কাগজপত্রও পাওয়া যায়নি।