রাজ্যের খবর

নদিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি

A man went missing while fishing in the river

The Truth Of Bengal : কোচবিহার: নদিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক ব্যক্তি। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গেছে,গুরিয়াহাটি ২ নং অঞ্চল এর বকুলতলার বাসিন্দা অমৃত বর্মন গতকাল দুপুরে তোর্সা নদীতে মাছ ধরতে আসে। রাত হয়ে গেল বাড়ীতে না ফেরায় খোঁজ শুরু হয়।তার মাছ ধরার নৌকা পাওয়া গেলেও তার খোঁজ মেলেনি। কোচবিহার ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি আব্দুল কাদের হক জানান, রাতে খবর পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা তল্লাশি চালায়। আজ সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালাচ্ছে। এখন অব্দি তার খোঁজ মেলেনি। মাছ ধরতে এসে কোনোভাবে তিনি নদীতে তলিয়ে যায়। নদীর ধারে তার নৌকো ও মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেল তার খোঁজ মেলেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনার খবর জানা জানি হতেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related Articles