রাজ্যের খবর

বনদপ্তরের তৎপরতায় খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক লেপার্ড

A full-grown leopard was caged by the forest department

The Truth Of Bengal: আলিপুরদুয়ার জেলার দলগাঁও এলাকায় বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি হল একটি লেপার্ড। তবে গ্রামবাসীদের অনুমান তাদের এলাকায় আরো কিছু লেপার্ড রয়েছে। সংশ্লিষ্ট এলাকার ওপর নজরদারি চালাচ্ছে বনদপ্তর।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও কার্জিপাড়া থেকে খাঁচাবন্দি লেপার্ড উদ্ধার করল জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা।এদিন সকালে খাঁচাবন্দি লেপার্ড দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খাঁচা বন্দি লেপার্ডকে উদ্ধার করে নিয়ে আসেন।

জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মস্তফা আলী জানান, “এলাকায় লেপার্ড উপদ্রব অনেক বেড়েছে। দুদিন আগে গরু বাঁধতে গিয়ে চিতার আক্রমনে একজন জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করি। আমাদের আবেদনে সাড়া দিয়ে বন দফতর লেপার্ড ধরতে খাঁচা পাতলে শেষমেষ লেপার্ড বন্দি হয়।” তবে এলাকায় আরো লেপার্ড রয়েছে বলে তিনি জানান। বনদপ্তরের আধিকারিক সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে দলগাঁও কার্জিপাড়া এলাকায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট এলাকাটির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

FREE ACCESS

Related Articles