জংলি হাতির হানায় মৃত্যু এক বনকর্মীর, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
A forest worker was killed by a wild elephant in a highly agitated area

The Truth Of Bengal : জংলি হাতির হানায় মৃত্যু হল এক বনকর্মীর। ঘটানটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি কলাবাড়ি বনাঞ্চলে। মৃত বন কর্মীর নাম রাজেন্দ্র রাই। বনদপ্তরের অরণ্যসাথী পদে কর্মরত ছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, শুক্রবার রাতে নকশালবাড়ি আশাপুর চা বাগান সংলগ্ন এলাকায় চারজন কর্মী হাতির দলকে জঙ্গলের পাঠানোর চেষ্টা করছিল। সেই সময় একটি জংলি হাতি বনকর্মীদের উপরই হামলা করে। তবে হাতির হামলায় তিনজন বনকর্মী পালিয়ে যেতে সক্ষম হলেও এই বনকর্মী পালাতে পারেননি। তখনই হাতির হামলায় গুরুতর জখম হন তিনি। পরে বনকর্মীরা আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয়। এদিন ওই বনকর্মীর মৃতদেহ ময়নাতদন্ত হবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বনদপ্তর সূত্রের খবর গতকাল রাতে যখন হাত গুলোকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিল বনকর্মীরা। তখন স্থানীয়রা হাতিগুলোকে উত্যক্ত করছিল। এরপরেই হাতিগুলো বন কর্মীদের উপর হামলা চালায়। মানুষের মধ্যে এখনও সচেতনতা দরকার রয়েছে এমনই অনুমান একাংশের।