রাজ্যের খবর

হাসপাতালে গণধর্ষণের শিকার এক কিশোরী, গ্রেফতার অভিযুক্ত দুই সাফাই কর্মী

A 15-year-old girl was gang-raped again in the hospital, two Shafai workers were arrested in the incident

Truth Of Bengal : কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে ধর্ষণ করে খুনের মামলায় তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘটনার প্রতীবাদ চলছে দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব মহল। এই আবহে ফের হাসপাতালে ধর্ষণের শিকার বছর ১৫ এক কিশোরী। ঘটনাটি ঘটেছে যোধপুরের মহাত্মা গান্ধি হাসপাতালে। রবিবারে এই  গণধর্ষণে অভিযুক্ত দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন রবিবার ওই কিশোরী মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে ঘুরতে ঘুরতে এসে পৌঁছয় হাসপাতালে এসে পৌঁছয় কিশোরী।

পরে সোমবার হাসপাতালের ক্যান্টিন থেকে কিশোরীকে উদ্ধার করে সুরসাগর থানায় নিয়ে যাওয়া হয়।সেখানে গিয়ে অভিযোগ দায়ের করে। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সুরসাগর থানার পুলিশ। ঘটনায় দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে দুই ধৃত ওই হাসপাতালের সাফাইকর্মী। মঙ্গলবার কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণ প্রমাণ পাওয়া গেছে। তার পরই নির্যাতিতার বয়ান গ্রহণ করা হয়। এই ঘটনায় ডিসিপি (ওয়েস্ট) রাজর্ষি রাজ ভার্মা জানিয়েছেন রবিবার রাতে ওই কিশোরীর পরিবার থেকে থানায় নিখোঁজ অভিযোগ জানানো হয়। কিশোরীর বাবা জানিয়েছেন অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাকে প্রলুব্ধ করেছে।

Related Articles