রাজ্যের খবর

পারলৌকিক ক্রিয়ায় যাওয়াই হল কাল, বজবজ কালীবাড়িতে ছাদ ভেঙে পড়ে আহত ৭

7 were injured after the roof collapsed in Bajbaj Kalibari

Truth Of Bengal: দক্ষিণ 24 পরগনা, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী: এক টানা বৃষ্টিপাতের মধ্যে বজবজ কালীবাড়িতে পারলৌকিক ক্রিয়ার কাজ করতে গিয়ে একতলা ছাদ ভেঙে নিচে পড়ে আহত প্রায় ৭ জন। বজবজ কালীবাড়িতে মা এর পারলৌকিক ক্রিয়া কাজ করতে যায় তার মেয়েরা। কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ হয়। কালিবাড়িতে পুরোনো বিল্ডিং এর একতলায় ছিলেন তারা।

সে সময় পুরানো বিল্ডিং এর একতলার ছাদ থেকে ভেঙে পড়ে, আর তার ফলে আহতে হন প্রায়  ৭ জন। তারপর তড়িঘড়ি সকলকে উদ্ধার করে বজ বজ পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজন পুরোহিত অল্পবিস্তর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বজবজ থানার পুলিশ। এই দুর্ঘটনার পর রীতিমত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালীবাড়ির পুরোহিত জানান বিল্ডিং এমনি বহুদিনের পুরনো এবং অত জনকে একসাথে উঠতে মানা করা হলেও তারা না শুনেই একসাথে বিল্ডিং এর উপরে উঠে পড়ে। এর পাশাপাশি ওই পুরহিত আরও জানান, একদিকে পুরনো বিল্ডিং পাশাপাশি নিম্নচাপের টানা বৃষ্টিপাতের জেরে একসাথে অনেকজন ওঠার ফলেই হয়তো ভেঙে গিয়েছে বলে।