রাজ্যের খবর

বাগদেবীর আরাধনায় চমক, ৫১ ফুটের সরস্বতী প্রতিমা দুর্গাপুরে

51 feet Saraswati idol in Durgapur

The Truth of Bengal: আর মাত্র কয়েকদিন বাকি। বাগদেবীর আরাধনার জোরদার প্রস্তুতি চলছে। যে সব জায়গায় বারোয়ারি পুজো হয়, সেখানে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপ গড়ার কাজ চলছে জোরকদমে। বিরাট সাইজের দুর্গা বা কালীপ্রতিমার কথা শোনা যায়। এবার ৫১ ফুটের সরস্বতী প্রতিমা। দুর্গাপুরে সেই বারোয়ারি সরস্বতী প্রতিমা তৈরির কাজ অলছে জোর কদমে। ক্লাব উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরের মতো এই বছরও সরস্বতী পুজোয় তাদের বিশেষ আকর্ষণ প্রতিমা। এত বড় মাপের প্রতিমা জেলায় প্রথম বলে দাবি উদ্যোক্তাদের।

দুর্গাপুরের ইস্পাতনগরীর বি জোনে ইস্পাতপল্লি নেতাজি ক্লাবের সরস্বতী পুজো এবার ১৭তম বর্ষে পড়ল। প্রতিবার কোনও না কোনও চমক দেয় এই ক্লাব। এবার তাদের বিশেষ চমক ৫১ ফুটের প্রতিমা। মণ্ডপ চত্বে সেই প্রতিমা গড়ার কাজ চলছে। ক্লাব সদস‍্য ঋত্বিক পাল জানিয়েছেন, গতবছর এই প্রতিমা ছিল ৪১ ফুটের। এবার তা বাড়িয়ে ৫১ ফুটের করা হচ্ছে। মূলত খড় বাঁশ মাটি দিয়েই প্রতিমা গড়ছেন বাঁকুড়ার শিল্পী।

তবে এতবড় মূর্তি গড়তে মানকর ও নবদ্বীপের মৃৎশিল্পীরা এসেছেন। এতবড় প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে তারা দমকল বিভাগের সহযোগিতা নিয়ে থাকেন। ২০১৫ সালের দুর্গাপুজোয় কলকাতার দেশপ্রিয় পার্কের পুজোর স্লোগান ছিল সব থেকে বড় সত্যি! তারা চমক দিয়েছিল ৮৮ ফুটের দুর্গাপ্রতিমা বানিয়ে। তারপর থেকে জেলার দিকে বড় প্রতিমা বানানোর চল বাড়ে। কিন্তু, সেটা দুর্গা বা কালীপুজোর সময়। তবে এবার সরস্বতী পুজোয় ৫১ ফুটের প্রতিমা গড়ে বাগদেবীর আরাধনা হতে চলেছে দুর্গাপুরে।

Related Articles