রাজ্যের খবর

খাবারে টিকটিকির পা দেখেই আতঙ্কিত পড়ুয়ারা, অসুস্থ দেড়শো আবাসিক পড়ুয়া

খাবার খাওয়ার পরই বেশিরভাগ পড়ুয়া অসুস্থ হয়ে বমি করতে শুরু করে

The Truth of Bengal: একটি আবাসিক স্কুলে রাতের খাবার বিতরণ করা হয়েছিল। কয়েকজন ছাত্র দেখে, খাবারের মধ্যে রয়েছে টিকটিকির পা। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থও হয়ে পড়ে কিছু পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুড়ে একটি বেসরকারি বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রের খবর, ঝাড়খণ্ডের পাকুড়ের ঝরিয়াতে একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের আবাসিক স্কুল রয়েছে। বুধবার রাতে হস্টেল আবাসিকদের রাত্রিবেলার খাবার দেওয়া হয়। অভিযোগ, সেই খাবার খাওয়ার পরই বেশিরভাগ পড়ুয়া অসুস্থ হয়ে বমি করতে শুরু করে। শুধু তাই নয়, বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়ে।

একাধিক আবাসিক ছাত্র অসুস্থ হয়ে পড়লে, তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা করা হচ্ছে তাদের। স্কুলের শিক্ষক ক্রিসটিফান মুর্মু ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন,  খাবারের মধ্যে একটা বাচ্চা টিকটিকির পা দেখতে পায় পড়ুয়ারা। তা দেখার পরেই অনেকে চিৎকার জুড়ে দেয়। অন্যরাও ভয় পেয়ে অসুস্থ হয়ে যায়। হস্টেলের ছাত্রদের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়ে। প্রায় দেড়শো জনের কাছাকাছি অসুস্থ রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।