কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ গেল ১১ জনের, জখম ৩৩
11 people died and 33 were injured in the rampage of Kalbaisakhi

The Truth of Bengal: কালবৈশাখীর তাণ্ডব বাংলাদেশে। পাঁচ জেলায় প্রাণ গিয়েছে ১১ জনের। জখম হয়েছেন কমপক্ষে ৩৩ জন। দু’জন নিখোঁজ রয়েছেন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি। রবিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হওয়া ঘূর্ণিঝড়ে এ তাণ্ডবলীলা ঘটে। ভোলার মনপুরা ও লালমোহন, পিরোজপুর, বাউফল, বাগেরহাট ও ঝালকাঠিতে প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়।
পিরোজপুরে ঝড়ে গাছ চাপা পড়ে দুই মহিলার মৃত্যু হয়। সেখানে ১৩ জন জখম হন। ভোলার মনপুরা ও লালমোহনে দুপুরের দিকে ঝড় শুরু হয়। সেখানে দুই শতাধিক ঘরবাড়ি ভেঙে পড়ে। ঘর চাপা পড়ে একজনের মৃত্যু হয়। এছাড়া বাজ পড়ে একজন মারা যান।
বাউফলে ৩৫ মিনিট স্থায়ী হওয়া মারা যান দু’জন ও আহত হন ১০ জন। ঝালকাঠির দুই উপজেলায় ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে দুই মহিলার ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুধুএতগুলি প্রাণ যাওয়া নয়, কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে জেলাগুলিতে। ঘরবাড়ি যেমন ভেঙে পড়ে, তেমনই চাশেও প্রচুর ক্ষতি হয়েছে।