Uncategorizedরাজ্যের খবর
Trending
আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, ঘটনায় পুলিশের জালে ২জন
Firearm recovered again in Murshidabad, Daulatabad police arrested 2 in the incident

The Truth Of Bengal: আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। চাঞ্চল্য গোটা এলাকায়। মুর্শিদাবাদের ছয়ঘড়ি পীরতলা এলাকা থেকে ধৃত ২ জন।
আগ্নেয়াস্ত্র হাত বদল করতে এসেছিল দুই যুবক। স্পেশাল অপারেশন গ্রুপ সোর্স মারফৎ খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ পাকরাও করে দুইজনকে। মুর্শিদাবাদের ছয়ঘড়ি পীরতলা এলাকা থেকে দৌলতাবাদ থানার পুলিশের জালে দুই জন। ধৃতরা, বিক্রম সিংহ ও সঞ্জিত সিংহ। তারা দেওনাপুর, বৈষ্ণবনগরের বাসিন্দা। তাদের, কাছ থেকে দুইটি ৭.৬৫ এম এম পিস্তল, ও দশ রাউন্ড গুলি, এবং ৪ পিস ম্যাগাজিন উদ্ধার হয়েছে। এই অস্ত্র উদ্ধারে পুলিশের সাফল্য বলে জানা গেছে।
ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলার ব্যবস্থা করা হয়। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।
Free Access






