ভ্রমণরাজ্যের খবর

তিস্তার পাশেই কুয়াশায় ঢাকা পাহাড়ী বাগোরা! কিভাবে যাবেন? জেনে নিন

Tourism of West Bengal

The Truth of Bengal: আমরা এখন সবাই একটু অফবিট জায়গায় যেতে পছন্দ করি অর্থাৎ চেনা ছক ভেঙ্গে অচেনা কোনও জায়গায়। এরকম জায়গা অনেক আছে। শুধু আপনাকে খুঁজে নিতে হবে। গ্রীষ্মকালীন দেশে যেখানে বছরের বেশিরভাগ দিনে গরম সেখানে বাঙালি পর্যটক পাহাড় বলতেই কাছে পিঠে দার্জিলিংকেই ভাবেন। কিন্তু দার্জিলিং ছাড়াও আশেপাশে এমন অনেক পাহাড়ী গ্রাম আছে, যেখানে গেলে মেঘ ধরা দেবে অনায়াসে। কার্শিয়ানী অবস্থিত এই গ্রামের নাম বাগোরা। সমুদ্রপৃষ্ঠ থেকে 7 হাজার ২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি গ্রামে ঠান্ডা একটু বেশি অনুভূত হয়।

পাহাড়ে এই গ্রামে আসলেই আপনার হাত বাড়ালেই বন্ধু এই লাইনটা মনে হবেই হবে কারণ এখানে হাত বাড়ালেই মেঘ ধরতে পারা যায় মেঘই আপনার পরম বন্ধু হয়ে উঠবে। রবি ঠাকুরের গানের সেই লাইনটি মনে পড়ে যাচ্ছে

“মেঘের পরে মেঘ জমেছে

আঁধার করে আসে”….

বাগোরা মানেই যেন মেঘের পরে মেঘ জমে থাকা এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মন কেমন করা পাহাড়ি গ্রাম। এক লহমায় মনে হবে আপনি যেন এসেছেন মেঘালয়ে। অর্থাৎ মেঘেদের আলয়ে। কার্শিয়ান যে খুব জনপ্রিয় টুরিস্ট স্পট সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু বাগোরা? একেবারেই জনপ্রিয় নয়। তবু কর্শিয়াংয়ের পাশেই অগোছালোভাবে সুন্দর এই পাহাড়ি গ্রাম আপনার মন কেড়ে নেবে। প্রকৃতিপ্রেমী হলে আপনাকে একটা ছুটে আসতেই হবে এই ছোট্ট সুন্দর গ্রামটিতে। কার্শিয়াং এর দ্বিতীয় সবচেয়ে উঁচু গ্রাম হল এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বিমান ঘাঁটি তুলেছিল ব্রিটিশরা। বিমান উঠানামা না করলেও রয়ে গেছে চপার। চারিদিকে প্রকৃতির সমারোহ। রয়েছে পাইনের গভীর জঙ্গল।

সূর্যের প্রথম আলো যখন ছড়িয়ে পড়ে বাগোরার উপর, সে এক স্বর্গীয় অনুভূতি। মনোরম আবহাওয়া। চারপাশে নাম না জানা পাখির ডাক আপনার মন ভালো করে দেবে, গ্রামের মধ্যেই পায়ে পায়ে চলার রাস্তা আর সেই রাস্তা ধরে হেঁটে যখন যাবেন দুপাশের লম্বা গাছের শাড়ি আপনাকে ঘিরে ধরবে।  কুয়াশায় মরা চারিদিক হ্যাঁ সরকারি বনু বাংলো একটা আছে রাতে থাকার ব্যবস্থা আছে বারবার সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি গ্রাম। তার নাম হলো চিমনি গ্রাম ইংরেজ আমলের কিছু নিদর্শন সেখানে রয়েছে। আরো ১২ কিলোমিটার দূরে রয়েছে অংক ৮ কিলোমিটার দূরে রয়েছে চাঁদপুর সব জায়গাতেই অপরূপ সৌন্দর্য আর বাঁকুড়ার কাছে দিয়েই প্রবাহিত হয়েছে তিস্তা নদী রয়েছে কমলা লেবুর বাগান।

Related Articles