Kabaddi Triumph: যুব এশিয়ান গেমসের কবাডিতে জোড়া সোনা ভারতের
টুর্নামেন্টে অনুর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা দুই দলই অংশ নিয়ে সোনা জয় ভারতের
 
						Truth of Bengal: ২০২৫ সালের যুব এশিয়ান গেমসের আসর বসেছে বাহারিনের মাটিতে। সেই টুর্নামেন্টের কবাডিতে বাজিমাত করল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে অনুর্ধ্ব-১৮ পুরুষ ও মহিলা দুই দলই অংশ নিয়ে সোনা জয় ভারতের।
প্রতিযোগিতার মহিলা বিভাগে ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল ইরান। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনী ৭৫-২১ ব্যবধানে জয় হাসিল করে নেয়। ২০২৩ সালের পর এত পয়েন্টের ব্যবধানে আর জয়ের মুখ দেখেনি ভারত। জাতীয় দলের জার্সি গায়ে এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেন নেহা প্যাটেল ও রিয়া সিং। ফাইনালের আগে ভারত একে একে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইরানকে পরাজিত করেছিল। ফলে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা ভারতীয় দলের সামনে কোনও কঠিন চ্যালেঞ্জই গড়তে পারেনি ইরান। জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই শেষ পর্যন্ত বাজিমাত প্রমীলাদের।
মহিলারা একপেশেভাবে ম্যাচ জিতলেও, পুরুষদের ম্যাচে তা সম্ভব হয়নি। ম্যাচে যথেষ্ট কঠিন লড়াইয়ের মুখে টিম ইন্ডিয়াকে ফেলে দিয়েছিল ইরান। এবং হাড্ডাহাড্ডি ম্যাচে ৩৫-২২ পয়েন্টের ব্যবধানে শেষ পর্যন্ত বাজিমাত করল টিম ইন্ডিয়া।
 
				





