Indore Incident: ইন্দোরে যৌন হেনস্থার স্বীকার দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ধৃত অভিযুক্ত
মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবা ইন্দোরে অজি প্রমীলা বাহিনীর দুজন ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছেন।
 
						Truth of Bengal: ভারতের মাটিতে এখন চলছে মহিলা বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্ট খেলতেই বর্তমানে ভারতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এই টুর্নামেন্টে শনিবার তারা ইন্দোরের মাটিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। কিন্তু মাঠে নামার আগেই লজ্জাজনক ঘটনার মুখোমুখি হলেন অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবা ইন্দোরে অজি প্রমীলা বাহিনীর দুজন ক্রিকেটার যৌন হেনস্থার শিকার হয়েছেন। এবং পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতারও করেছে (Indore Incident)।
STORY | Two Australian women cricketers stalked, molested in Indore; accused held
Two Australian women cricketers, taking part in the ICC Women’s Cricket World Cup, were allegedly stalked, and one of them was molested by a motorcycle-borne man in Madhya Pradesh’s Indore, police… pic.twitter.com/eeDhernBef
— Press Trust of India (@PTI_News) October 25, 2025
এই বিষয়ে সাব ইন্সপেক্টর নিধি রঘুবংশী বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটার যখন নিজেদের হোটেল বেরিয়ে একটি ক্যাফেতে যাচ্ছিলেন, তখনই অভিযুক্ত যুবক তাঁদের শ্লীলতাহানি করেন। এবং এই ঘটনার পর রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন দুজন ক্রিকেটার। তাঁরা সঙ্গে সঙ্গে হোটেলে খবর দিলে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা ড্যানি সিমন্স আমাদের জানান। তারপরই সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলে তাঁদের বক্তব্য শোনেন এবং বয়ান রেকর্ড করে ভারতীয় দণ্ডবিধির ৭৪, ৭৮ ধারায় মামলা দায়ের করেছে (Indore Incident)।
এরপর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, যে সময় ঘটনাটি ঘটেছে, সেই সময় এক পথচারী ওই অভিযুক্ত ব্যক্তির মোটরসাইকেলের নম্বরটি লক্ষ্য রেখে পুলিশকে গাড়ির নম্বরটি দিলে তার ভিত্তিতেই অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করা হয় (Indore Incident)।
 
				





