হেডের সেঞ্চুরি, ১৩তম শতরান স্মিথের অ্যাশেজে সিডনি টেস্টে দাপট অস্ট্রেলিয়ার
এই শতরানের সঙ্গে সঙ্গে অ্যাশেজের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন স্মিথ।
Truth Of Bengal: স্টিভ স্মিথ ও ট্রেভিস হেডের জোড়া শতরানে অ্যাশেজের পঞ্চম টেস্টে জাঁকিয়ে বসেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৫১৮ রান তুলে ১৩৪ রানের লিড নিয়েছে। সিডনি টেস্টে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ চলে গেছে অসিদের হাতে।ট্র্যাভিস হেড ১৬৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। ১৬৬ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ২৪টি চার ও একটি ছয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্ট্যান্ড-ইন অধিনায়ক স্টিভ স্মিথ ১২৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। স্মিথ খেলেছেন ২০৫ বল, মেরেছেন ১৫টি চার ও একটি ছক্কা।
এই শতরানের সঙ্গে সঙ্গে অ্যাশেজের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন স্মিথ। এটি ছিল অ্যাশেজে তাঁর ১৩তম শতরান। এর ফলে অ্যাশেজ টেস্টে সর্বাধিক শতরানের তালিকায় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি জ্যাক হবসকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন। স্মিথের সামনে এখন শুধুই ডন ব্র্যাডম্যান, যিনি ৩৭টি অ্যাশেজ টেস্টে করেছিলেন ১৯টি শতরান। অ্যাশেজ়ে সর্বাধিক রানের তালিকাতেও হবসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন স্মিথ।
অস্ট্রেলিয়া যখন ৩ উইকেটে ২৩৪ রান, সেই সময় ব্যাট করতে নামেন স্মিথ। শুরু থেকেই ঠান্ডা মাথায় ধৈর্য ধরে ইনিংস গড়েন তিনি। শট নির্বাচন ও ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষেত্রে তাঁর ব্যাটিং ছিল অনবদ্য। ইনিংসের ১১০তম ওভারে জ্যাকব বেথেলের বল ফাইনের দিকে ঠেলে দিয়ে তিন রান নিয়ে শতরান পূর্ণ করেন স্মিথ। ১১৬ বলে শতরান করার পর সিডনির গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালিতে তাঁকে অভিবাদন জানায়। এটি ছিল স্মিথের কেরিয়ারের ৩৭তম টেস্ট শতরান। এর ফলে টেস্টে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় তিনি উঠে এলেন পাঁচ নম্বরে।
তৃতীয় দিনের খেলায় একটি মজার ঘটনাও ঘটে। হঠাৎ ব্যাটিং থামিয়ে দেন স্মিথ। স্টাম্প মাইকে শোনা যায়, ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের রোদচশমা নিয়ে সমস্যা হচ্ছে তাঁর। সূর্যের আলো কার্সের চশমায় প্রতিফলিত হয়ে স্মিথের চোখে পড়ছিল। স্মিথ অনুরোধ করেন, ‘কার্সি! তুমি কি চশমাটা একটু ঘুরিয়ে পিছনে করে দিতে পারো?’ সঙ্গে সঙ্গে কার্স চশমা ঘুরিয়ে নেন এবং খেলা আবার শুরু হয়।
দিনের শুরুতে অস্ট্রেলিয়া ২ উইকেটে ১৬৬ রান নিয়ে ব্যাট করতে নামে। ট্র্যাভিস হেড তখন ৯১ ও মাইকেল নেসের ১ রানে অপরাজিত ছিলেন। পরিচিত আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করে দ্রুত শতরান পূর্ণ করেন হেড। নেসেরকে (২৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন কার্স। এরপর হেডকে আউট করেন জ্যাকব বেথেল। জীবনের শেষ টেস্টে উসমান খোওয়াজা ১৭ রানের বেশি করতে পারেননি, তাঁকেও ফেরান কার্স। অ্যালেক্স ক্যারে ১৬ ও ক্যামেরন গ্রিন ৩৭ রান করেন।স্টাম্পসের সময় স্মিথের সঙ্গে অপরাজিত রয়েছেন বিউ ওয়েবস্টার (৪২)। অষ্টম উইকেটে তাঁদের জুটিতে ইতিমধ্যেই ৮১ রান যোগ হয়েছে।
অ্যাশেজের শেষ ম্যাচের শুরুতে ইংল্যান্ডের হয়ে নজর কেড়েছিলেন জো রুট, যিনি ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন। সেই ইনিংসের জবাব দেন ট্র্যাভিস হেড তাঁর ১৬৩ রানের ঝলমলে শতরানে। এবার হেডের গড়ে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে রেকর্ডবুকে নিজের নাম আরও উজ্জ্বল করে তুললেন স্টিভ স্মিথ।






