খেলা

কলকাতা লিগের খেতাবের আরও কাছে ইস্টবেঙ্গল

East Bengal closer to the Kolkata League title

Truth Of Bengal: নৈহাটি স্টেডিয়ামে মহামেডানের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। পয়েন্ট নষ্ট করেও লাল-হলুদ বাহিনী লিগ জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল। কলকাতা লিগ জয়ের জন্য ইস্টবেঙ্গলের তিন ম্যাচে দরকার ছিল চার পয়েন্ট। মহামেডানের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট নিয়েও সন্তুষ্ট থাকতে হল। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ১৫ ম্যাচে বিনো জর্জের ছেলেদের পয়েন্ট দাঁড়াল ৪১।

মহামেডানের হয়ে ২০ মিনিটে প্রথম গোলটি করেন বামিয়া সামাদ। ইস্টবেঙ্গলের হয়ে ৪০ মিনিটের মাথায় গোল শোধ করে দেন জেসিন টিকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। লাল-হলুদ ডিফেন্ডারদের ভুলে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মহামেডান। সোরাইসাম সিং-এর গোলে আবারও লিড নেয় মহামেডান। ৭৬ মিনিটে আবারও ইস্টবেঙ্গলকে সমতা এনে দেয় জেসিন টিকে।

দুবার পিছিয়ে পড়েও আবারও ম্যাচে ফেরে লাল-হলুদ বাহিনী। সাদা-কালো ব্রিগেড এদিন বেশ বেগ দিয়েছিল। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হলে এবং নিজদের নেওয়া শট গুলো টার্গেটে রাখতে পারলে গোলের সংখ্যা আরও বাড়াতে পারত হাকিম সেগেন্ডোর ছেলেরা। ড্র করায় লিগ জয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির।

Related Articles