শ্রমিকদের ন্যায্যমূল্য আদায়ে শহর জুড়ে প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল সংঘটিত হলো
Tmc Protest

The Truth of Bengal: কেন্দ্রীয় সরকার যেভাবে এ রাজ্যের গরিব মানুষের উপর যে ভাবে দমন পীড়ন চালাচ্ছে, রাজ্যের মানুষ বঞ্চনার শিকার হচ্ছেন তারই প্রতিবাদে শনিবার রাজ্যের প্রতিটি গ্রাম শহর জুড়ে এবং প্রতিটি ব্লক এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিল সংঘটিত হলো.। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের প্রতি বঞ্চনা করছে তার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে তার সেই কথামতো আজ পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি সংঘটিত হলো । ১০০ দিনের টাকা আটকে রাখা ,আবাস যোজনার টাকা না দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, এবং পেট্রো পণ্যের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে, এই মিছিল হয়। এদিন দুপুর থেকেই রাজ্যের প্রতিটি কোণের হাজার হাজার তৃণমূল কর্মী এই প্রতিবাদ মিছিলে পা মেলান শ্রীরামপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান অমিয় মুখার্জি চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং সহ কয়েক হাজার তৃণমূল কর্মী।
রিষরার সাত আট নয় দশ এবং এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা প্রতিবাদে গর্জে ওঠেন ,তাদের এই প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন রিষরার পুর প্রধান বিজয় সাগর মিশ্র উপ পুর প্রধান জাহিদ হাসান খানসহ তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ সহ, সমস্ত শাখার কর্মীবৃন্দ। চুঁচুড়া সুগন্ধায় এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বিধায়ক অসিত মজুমদার এখানেও প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীরা অংশ নেন মিছিলে। এছাড়াও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদের চুঁচুড়া পুর এলাকার সমস্ত ওয়ার্ডে প্রতিবাদ মিছিলে অংশ নেন চুঁচুড়া চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ।
চাঁদদানির ১৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিশাল মিছিলে অংশ নেন তৃণমূল কর্মীরা। মূলত আবাস যোজনার টাকা আদায়ের দাবিতেই এই মিছিল। মিছিলে নেতৃত্বে ছিলেন চাপদানী র বিধায়ক অরিন্দম গুইন পৌর প্রধান সুরেশ মিশ্র সহ কয়েক হাজার তৃণমূল সমর্থক। আরামবাগ থেকে উত্তরপাড়া চন্ডীতলা থেকে তারকেশ্বর সর্বোত্ত দেখা যায় তৃণমূল কর্মীদের গর্জে উঠতে । যেভাবে কেন্দ্রীয় সরকার এই বঞ্চনা চালাচ্ছে,আর বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলার মানুষকে। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে শুধুমাত্র তৃণমূল কর্মীরাই নয় তার সঙ্গে সঙ্গে প্রচুর সাধারণ মানুষও এদিনে এই এই পদযাত্রায় অংশ নেন।