কলকাতা

‘মা’ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের হাতে তুলে দিলেন অন্ন

মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে ক্যান্টিনে আসা সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষেরা তাঁদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Truth Of Bengal: সাধারণ মানুষের জন্য পরিচালিত রাজ্য সরকারের সুলভ আহার প্রকল্প ‘মা’ ক্যান্টিন পরিদর্শনে হঠাৎ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার একটি মা ক্যান্টিনে তাঁর এই আকস্মিক উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। সেখানে উপস্থিত ক্ষুধার্ত মানুষের হাতে মুখ্যমন্ত্রী নিজ হাতে তুলে দেন অন্ন।

 এদিন প্রশাসনিক ব্যস্ততার মাঝেই হঠাৎ করে ক্যান্টিনে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে তখন সাধারণ মানুষের ভিড় ছিল। তিনি সরাসরি ক্যান্টিনের পরিকাঠামো খতিয়ে দেখেন এবং খাবারের গুণমান নিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন। শুধু পরিদর্শনই নয়, লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষের পাতে নিজের হাতে খাবার পরিবেশন করেন তিনি। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে ক্যান্টিনে আসা সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষেরা তাঁদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং শ্রমজীবী মানুষের কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার জোগাতে এই ‘মা’ ক্যান্টিন প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর এই সফর প্রকল্পের কর্মীদেরও বাড়তি উৎসাহ প্রদান করেছে।

এই সফরের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাদের পোস্টে জানানো হয়েছে, সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ এবং জনসেবাই মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য। গরিব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই উদ্যোগ যে সরাসরি মুখ্যমন্ত্রীর তদারকিতে চলছে, এই সফর তারই প্রমাণ।

Related Articles