কলকাতারাজ্যের খবর

দুবাইয়ের ধাঁচে এবার কলকাতায় ‘বিশ্ববঙ্গ শপিং ফেস্টিভাল’, রাজ্য সরকারের উদ্যোগে খুশি ক্রেতা-বিক্রেতা সকলেই

Kolkata Shopping Festival

The Truth of Bengal: পুজোর আগে সেপ্টেম্বরে তিলোত্তমায় আয়োজন করা হচ্ছে বিশ্ববঙ্গ শপিং ফেস্টিভাল। এক ছাদের তলায় মিলবে,বালুচরি,জামদানি,শান্তিপুর,ধনেখালি সহ বাংলার নানা উৎপাদিত শাড়ি।বাংলার সরকার দুবাইয়ের ধাঁচে কলকাতায় এই  উৎসবের আয়োজন করছে। যারফলে কার্যতঃ আমজনতার বেচাকেনার নতুন সুযোগ তৈরি করেছে।কেনাকাটা করলে ক্রেতারা বড় পুজোর পাসও পাবেন। খোলাবাজার অর্থনীতির যুগে  উৎপাদক বা শিল্পীদের তৈরি সামগ্রী বিপণনে বরাবরাই জোর দেওয়া হয়। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোয় সেই বিপণনের দরজা খুলে দিল রাজ্য সরকার। সেপ্টেম্বরে কলকাতায় বিশ্ববঙ্গ শপিং ফেস্টিভালের আয়োজন করা হচ্ছে।ইউনেস্কোর হেরিটেজ মর্যাদাপ্রাপ্ত এই উৎসব কার্যতঃ এখন সংস্কৃতির মিলনের সূচনার মতোই বাজারের লেনদেনকে চাঙ্গা করবে। যেখানে জিআই স্বীকৃতি প্রাপ্ত সামগ্রীর মতোই চিরাচরিত শাড়ি মিলবে। উৎসবের মরসুমের ক্রেতা-বিক্রেতাদের আদানপ্রদানের মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে।কলকাতার বড় পুজো দেখার বিশেষ পাস পাবেন ক্রেতারা।

১৩ জুন নবান্ন সভাঘরে শিল্প বৈঠক চলাকালীন ‘শোকেস ওয়েস্ট বেঙ্গল’ থিমকে মাথায় রেখে এই শপিং ফেস্টিভাল করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সেই উৎসবকে প্রচারের আলোয় আনার উদ্যোগ দেখা যাচ্ছে। ক্রেতাদের বড় পুজোগুলির পাস দেওয়া হবে। দুবাইয়ের ধাঁচে কলকাতায় এই শপিং ফিস্টিভাল বাজারের লেনদেন কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে আশা প্রশাসনের কর্তাদের।  শপিং ফেস্টিভালে অংশগ্রহণকারী নামজাদা সংস্থাগুলি দামে ছাড় বা লটারির মাধ্যমে ক্রেতাদের বিশেষ উপহার দিতে পারে বলেও জানিয়েছেন এক আধিকারিক। সায়েন্স সিটির বিপরীতে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে আগামী ২০ সেপ্টেম্বর শপিং ফেস্টিভালের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এই উৎসব চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।  রাজ্যের খ্যাতনামা হস্তশিল্পী, শাড়ি ও তাঁত শিল্পী,   চর্ম ও জুটশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও গয়না প্রস্তুতকারকরা এখানে তাঁদের উৎপাদিত সামগ্রী নিয়ে বিপণনের এই অত্যাধুনিক হাটে আসবেন  । থাকবে বিশ্ব বাংলা, বাংলার শাড়ির পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত সৃষ্টিশ্রীর মতো সংস্থার বিপণিও।বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মূল অনুষ্ঠান চলবে চার দিন। এরপর ৬ অক্টোবর পর্যন্ত একাধিক শপিং মল এবং মার্কেট কমপ্লেক্সে চলবে এই  উৎসব। আশা করা হচ্ছে রেকর্ড বেচাকেনা হবে।বাজারে উৎপাদকরা যেমন নগদ হাতে  পাবে  ,তেমনই আবার পুজোর কেনাকাটা জমজমাট হয়ে উঠবে।তাই পুজোর আগে বিশ্বমানের এই উৎসব সব মহলের কাছে আশার সঞ্চার করেছে।

Related Articles