কলকাতা
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এই প্রকল্পে প্রতি মাসে ৫ হাজার টাকা!
এরপর নতুন কাজ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেবে রাজ্য সরকার।
জয় চক্রবর্তী: বিভিন্ন বাঙালি পরিযায়ী শ্রমিক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে হেনস্তার স্বীকার হচ্ছেন। এবার তাদের জন্য রাজ্য সরকারের নতুন উদ্যোগ শ্রমশ্রী (Mamata Banerjee)। এই ধরনের শ্রমিকরা রাজ্যে ফিরে এলে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়াবে নবান্ন। ফিরে আসার সঙ্গে সঙ্গে ৫০০০ টাকা হাতে পাবে পরিযায়ী শ্রমিক।
[আরও পড়ুন: Irfan Pathan: ধোনির পর এবার চ্যাপেলকে নিয়ে বিস্ফোরক করলেন ইরফান]
এরপর নতুন কাজ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেবে রাজ্য সরকার। যতদিন না পর্যন্ত নতুন কাজ পাওয়া যাবে ১২ মাস পর্যন্ত প্রতিমাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।






