
The Truth of bengal: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির নোটিশ, সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হল তাঁকে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তলব চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীকে। রেশন দুর্নীতি মামলায় আগেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার হতে হয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই ইডির আধিকারিকরা বেশ কিছু ডকুমেন্ট হাতে পায়। এর পরই আর্থিক লেনদেনের তথ্য যাচাই করতেই আগামী ৫ জুন সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
বেলা ১১ টার সময় তাঁকে ডেকে পাঠিয়ে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর বেশ কিছু নথিপত্র নিয়েই তাঁকে হাজির হতে বলা হয়েছে। সাক্ষী হিসেবে তাঁর কাছ থেকে বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে তদন্তকারী অফিসারদের। গোটা তদন্ত প্রক্রিয়ায় বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন ইডি আধিকারিকরা। সেই উত্তর জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
এর আগে রোজভ্যালী মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এসেছিল। সেখানে সিবিআই তাঁকে তলব করেছিল। রেশন দুর্নীতি কান্ডে কোথা থেকে কোথায় টাকা পৌঁছেছে শেষ পর্যন্ত কারা লাভবান হয়েছে এই সকল তদন্তেই ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসে। তার কী ভূমিকা রয়েছে সেই সবকিছুই জানতে চায় তদন্তকারী অফিসাররা। তবে এখনো পর্যন্ত অভিনেত্রীর তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।