ফের বিএলও’র মৃত্যু, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একজন বুথ লেভেল অফিসারের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জয় চক্রবর্তী: নির্বাচন কমিশনের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যে এস আই আর চলছে। এসআইআর এর কাজের চাপে বেশ কয়েকজন আত্মহননের পথ বেছে নিয়েছেন। এবার উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একজন বুথ লেভেল অফিসারের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এস আই আর’র কাজের চাপেই মূলত এই মৃত্যুর ঘটনা বলেই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।
Deeply shocked and saddened.
Today again, we lost a Booth Level Officer in Mal, Jalpaiguri — Smt Shanti Muni Ekka, a tribal lady, an anganwadi worker who took her own life under the unbearable pressure of the ongoing SIR work.
28 people have already lost their lives since SIR…
— Mamata Banerjee (@MamataOfficial) November 19, 2025
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। আজ আবারও জলপাইগুড়ির মাল এলাকায় আমরা হারালাম এক বুথ লেভেল অফিসারকে, এক আঙ্গনওয়াড়ি কর্মীকে। যিনি চলমান SIR কাজের অসহনীয় চাপে নিজের জীবন শেষ করে দিয়েছেন। SIR শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে — কেউ আতঙ্ক ও অনিশ্চয়তায়, কেউ অতিরিক্ত চাপ ও কাজের ভারে। এভাবে মূল্যবান জীবনগুলো হারিয়ে যাচ্ছে ভারতের কথিত নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া পরিকল্পনাহীন, নির্দয় কাজের বোঝার কারণে। যে প্রক্রিয়াটি আগে ৩ বছর ধরে চলত, সেটিকেই এখন নির্বাচনের মুখে মাত্র ২ মাসে শেষ করতে বাধ্য করা হচ্ছে রাজনৈতিক আধিপত্য খুশি করার জন্য— আর তারই অমানবিক চাপ বইতে হচ্ছে BLO–দের ওপর। আমি নির্বাচন কমিশনকে অন্তরাত্মার ডাক শুনে অবিলম্বে এই পরিকল্পনাহীন অভিযান স্থগিত করার আহ্বান জানাচ্ছি, যেন আর কোনো প্রাণহানি না ঘটে।”






