দেশ

ভোটের অস্ত্র ‘বাংলার লক্ষ্মীর ভাণ্ডার’, ‘খয়রাতির রাজনীতি’তে সামিল বিজেপিও

Voter turnout is 'Bengal's Lakshmi Bhandar', BJP also involved in 'charity politics'

Truth Of Bengal: বাংলার লক্ষ্মীর ভাণ্ডার এখন গোটা দেশেরই মডেল হয়ে উঠেছে। যে বিজেপি একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একসময় বলেছিল খয়রাতির রাজনীতি চলছে বাংলায়। এখন সেই প্রকল্পকে অনুকরণ করেই বেনামে বিজেপি নানা রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে তাদের ইশতেহারে মহিলাদের মাসিক আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল গেরুয়া শিবির।

কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিতে বিধানসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া চলছে। মনোনয়নের শেষ দিনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের ইশতেহারের প্রথম অংশ প্রকাশ করেছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা আয়ুষ্মান প্রকল্প বাস্তবায়ন না করার জন্য দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টিকে আক্রমণ করেছেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি দিল্লির ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, মহিলাদের ক্ষমতায়ন তাদের অগ্রাধিকার। বিজেপির ফোকাস সমাজের প্রতিটি অংশের দিকে।

ইশতেহারে বিজেপির ১০টি বড় প্রতিশ্রুতি দিয়েছে। সেগুলি হল-

১. মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা দেওয়া হবে।

২. গর্ভবতী মহিলাদের ২১০০০ টাকা।

৩. গ্যাস সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি।

৪. হোলি এবং দীপাবলিতে একটি করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

৫. অটল ক্যান্টিন প্রকল্প চালু। এই ক্যান্টিনগুলি থেকে মাত্র ৫ টাকায় খাওয়ার দেওয়া হবে।

৬. গর্ভবতী মহিলাদের পুষ্টির কিট দেওয়া হবে।

৭. দিল্লিতেও প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা বাস্তবায়ন।

৮. আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, দিল্লির মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত স্বাস্থ্য বীমা দেওয়া হবে।

৯. প্রবীণ নাগরিকদের জন্য ৩০০০ টাকা পর্যন্ত পেনশন।

১০. দিল্লিতে জনকল্যাণমূলক প্রকল্পগুলি অব্যাহত থাকবে। এগুলি বন্ধ হবে না।

Related Articles