দেশ

ডিটেনশন সেন্টার থেকে পলাতক ১৮ বাংলাদেশি! ত্রিপুরায় চাঞ্চল্য

জানা গিয়েছে, সম্প্রতি তাঁদের বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই তাঁরা সেন্টার থেকে চম্পট দেন।

Truth Of Bengal: ত্রিপুরায় ডিটেনশন সেন্টার থেকে একসঙ্গে ১৮ জন বাংলাদেশির পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছিল এবং পশ্চিম ত্রিপুরা জেলার নরসিংহগড়ে অবস্থিত রাজ্য ডিটেনশন সেন্টারে তাঁদের রাখা হয়েছিল। জানা গিয়েছে, সম্প্রতি তাঁদের বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি চলছিল। কিন্তু তার আগেই তাঁরা সেন্টার থেকে চম্পট দেন।

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে শনিবার ঘটনাটি প্রকাশ্যে আনা হলেও, আসল পলায়ন ঘটে গত মঙ্গলবার। পরদিন অর্থাৎ বুধবার সমাজকল্যাণ ও সামাজিক শিক্ষা দফতরের অধীনস্থ ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রাজ্যজুড়ে তল্লাশি শুরু হয়। পুলিশের দাবি, পলাতকদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই উত্তর ত্রিপুরার ধর্মনগর জেল থেকেও ছয় বন্দি পালিয়ে যায়। তাঁদের মধ্যে দু’জনকে পুনরায় গ্রেফতার করা গেলেও, বাকিদের এখনও খোঁজ মেলেনি।

ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বহু অংশেই কাঁটাতার নেই। ফলে অনুপ্রবেশের সমস্যা দীর্ঘদিনের। কেন্দ্র ইতিমধ্যেই অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করতে বিভিন্ন রাজ্যকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে। এমন পরিস্থিতিতে বিজেপি-শাসিত ত্রিপুরায় ডিটেনশন সেন্টার থেকে বন্দি পলায়নের ঘটনা রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়িয়েছে।

Related Articles