দেশ

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চলবে, সময় বুঝে সঠিক পদক্ষেপ,বার্তা ইণ্ডিয়া জোটের

The fight against the fascist government will continue, the time is right, the message of the India Alliance

The Truth of Bengal: কেন্দ্রে বিজেপির  ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই চলবে। সময় বুঝে সঠিক পদক্ষেপ,দিল্লিতে   ইণ্ডিয়া জোটের বৈঠকের পর জানালেন মল্লিকার্জুন খাড়গে।বুধবার দিল্লিতে মিলিত হন ২৭টির কাছে রাজনৈতিক দল।    মল্লিকার্জুন খাড়গের বাড়িতে সেই  বৈঠকে বিরোধী জোটের একাধিক নেতা যোগ দেন।  মূলতঃ সংসদীয় রাজনীতির ঘুঁটি সাজানোর চেষ্টা করেন বিরোধী শিবিরের নেতারা।বৈঠকে অংশগ্রহণ করেন সোনিয়া গান্ধী,রাহুল গান্ধী,প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত,তেজস্বী যাদব,ডিরাজা,সীতারাম ইয়েচুরির মতো তাবড় নেতারা।  তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপিকে রুখতে সংসদে কী কৌশল নেওয়া হবে  তা নিয়ে আলোচনা হয়।জানা গেছে, বিজেপির জনবিরোধী নীতি,বেসরকারিকরণ, বেকারত্ব রোধে প্রয়াস,ধর্মীয় বিভাজন সহ একাধিক ইস্যুতে আরও এককাট্টা হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর মল্লিকার্জুন খাড়গে বিরোধীদের শক্তি বাড়ানোর জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান।তিনি বলেন,বিজেপির ঘৃণার রাজনীতি,মূল্যবৃদ্ধি,মুদ্রাস্ফীতি,ক্রোনি ক্যাপিটালিজিম মানুষের দারুণ ক্ষতি করেছে। মোদির ১০বছর দেশে দুঃশাসন বয়ে এনেছে।তাই এবার বিকল্প নীতি গ্রহণ করে মোদি সরকারের বিরুদ্ধে তাঁরা লড়াই যে জোরদার করবেন তাও প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য,বুধবারই মোদিকে সর্বসম্মত নেতা ঠিক করেছে এনডিএ।সেই বৈঠকে যোগ দেন চন্দ্রবাবু নাইডু,নীতীশ কুমার,চিরাগ পাসোয়ান,একনাথ শিণ্ডের মতো নেতা।

চন্দ্রবাবু স্পিকার পদটি দাবি করেছেন,এছাড়াও তিনি পূর্ণমন্ত্রী সহ একাধিক মন্ত্রিত্ব দাবি করেন।নীতীশকুমারও পূর্ণ মন্ত্রীর মতোই বিহারের জন্য প্যাকেজ চেয়ে সরব হয়েছেন।তাই ইণ্ডিয়া জোট বিরোধী শিবিরে থেকে সরকারের নীতির সমালোচনা ও সংসদে ইস্যু ভিত্তিক লড়াই চালিয়ে যেতে চায়।পাশাপাশি বিজেপির বিরুদ্ধে জনমত তীব্রতর করে আগামীতে বিকল্প জোটের প্রতি সমর্থন বাড়াতে তত্পর থাকতে চায়।তাই খাড়গের এই শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালনের কথায় স্পষ্ট সরকারকে তাঁরা আর ছেড়ে কথা বলবেন না। সংসদে ঝড় তুলতে সদা সক্রিয় থাকবে বিজেপি বিরোধী শিবির।

Related Articles