Supreme Court on Earthquake: “তা হলে কি সবাইকে চাঁদে পাঠাব?” ভূমিকম্পপ্রবণ এলাকা নিয়ে আবেদন শুনতে গিয়ে চরম বিস্ময় সুপ্রিম কোর্টের!
বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি উঠলে আদালত রসিকতা করে মন্তব্য করে, "তা হলে কি আমরা সবাইকে চাঁদে পাঠাব?"
Truth of Bengal: দেশের ৭৫ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ এলাকায় বসবাস করেন, এই মর্মে জনসুরক্ষার আবেদন জানিয়ে একটি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়লে শীর্ষ আদালত বিস্ময় প্রকাশ করে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি উঠলে আদালত রসিকতা করে মন্তব্য করে, “তা হলে কি আমরা সবাইকে চাঁদে পাঠাব?”
শুনানিতে মামলাকারী আদালতে জানান, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভূমিকম্পপ্রবণ এলাকায় বাস করেন, যেখানে এত দিন শুধু দিল্লিকেই এই তালিকার মধ্যে ধরা হত। তিনি সম্প্রতি জাপানে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রসঙ্গও টেনে আনেন। মামলাকারীর এই যুক্তি শুনে বিচারপতিরা রসিকতার সুরে প্রশ্ন করেন, “তা হলে আমরা এখন সকলকে চাঁদে বা অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করব?” এরপর বিচারপতিরা আরও ব্যঙ্গ করে বলেন, “আগে জাপানের মতো এ দেশেও আগ্নেয়গিরি নিয়ে আসা হোক। তার পর জাপানের সঙ্গে তুলনা করবেন।”
ভূমিকম্প রুখতে প্রশাসন যাতে কিছু পদক্ষেপ গ্রহণ করে, এই আবেদনও করেছিলেন মামলাকারী। তার জবাবে শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, “এটা সরকার দেখার বিষয়। আদালত এ ব্যাপারে কিছু করতে পারবে না।” মামলাকারী তাঁর আবেদনপত্রে কিছু সংবাদমাধ্যমের রিপোর্টেরও উল্লেখ করেছিলেন। কিন্তু শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, “ওটা সংবাদমাধ্যমের রিপোর্ট। ও সব নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই।” এই মন্তব্যের পরই বিচারপতিরা মামলাটি খারিজ করে দেন।






