
The Truth of Bengal: সংসদ চত্বরের সুরক্ষার দায়িত্বে এবার সিআইএসএফ। দেশের সব বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ। তাদের হাতেই এবার সংসদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া নিয়ে সংসদের অন্দরেই উঠছে একাধিক প্রশ্ন। এত দিন পর্যন্ত সংসদ ভবনের ভেতরের নিরাপত্তার দায়িত্বে ছিল পিএসএস এবং দিল্লি পুলিশ। সংসদের নিরাপত্তার দায়িত্বে ১৯৫০ সাল থেকে নিরাপত্তার দায়িত্বে ছিল এই বাহিনী। তবে এবার লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে সংসদ চত্বরের নিরাপত্তার দায়িত্ব ভার দেওয়া হল সিআইএসএফের কাঁধে।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে সংসদের কার্নিশ থেকে দুই যুবকের ঝাঁপ দেওয়ার ঘটনার পরই সংসদের নিরাপত্তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। শুরু হয়েছিল সংসদে নিরাপত্তা ব্যাবস্থা খতিয়ে দেখা। সেই ঘটনার পরই সিদ্ধান্ত হয়, সিআরপিএফের বদলে মোতায়েন করা হবে সিআইএসএফ বাহিনী। অবশেষে গতকাল থেকেই সংসদে মোতায়েন হচ্ছে সিআইএসএফের জওয়ানরা। যেখানে দেশের সমস্ত বিমানবন্দ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পরিকাঠামোর দায়িত্বে সিআইএসএফ থাকে, সেখানে সংসদের নিরাপত্তার দায়িত্ব ভার তাঁদের কাধে তুলে দেওয়ায় সংসদের অন্দরেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
অন্যদিকে দীর্ঘদিন ধরে সংসদের দায়িত্বে থাকার কারণে সাংসদদের চিনতেন পিএসএস কর্মীরা। যার জেরে নিরাপত্তার দিক থেকে কাউকেই হেনস্থার স্বীকার হতে হত না। তবে এবার সিআইএসএফের সঙ্গে সেই বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। সরকারী সূত্রে জানা যায়, সংসদ চত্বরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৪০০ জন। তাঁদেরকে সরিয়ে এবার সিআইএসএফ জওয়ান নিযোগ করা হচ্ছে প্রায় ৩৩০০।