আগামী ৪ দিন জেলেই থাকতে হচ্ছে কেজরিওয়ালকে, আবেদন গ্রহণ সুপ্রিম কোর্টে
Kejriwal has to stay in jail for next 4 days

The Truth of Bengal: দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। যখন গোটা দেশজুড়ে নির্বাচনবিধিকার রয়েছে সেই সময় তাকে গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলা হয় আপের পক্ষ থেকে। এই গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টে মামলা হয়। অবশ্য অরবিন্দ কেজরিওয়াল এর সেই আবেদন খারিজ করে দেয়, দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন অরবিন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে সুপ্রিম কোর্টে গেলেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। জরুরী ভিত্তিতে এই মামলার শুনানির জন্য আবেদন করা হয় তাঁর পক্ষ থেকে। অবশ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলার আবেদন গ্রহণ করলেও জরুরী ভিত্তিতে শুনানির বিষয়টি খারিজ করে দিয়েছেন। আগামী রবিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার অনুযায়ী ছুটি রয়েছে। তাই এই মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে দিল্লির তিহার জেলে রয়েছেন। আগামী চার দিন তাঁকে সেখানেই থাকতে হচ্ছে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে চলেছে আগামী সোমবার। ওইদিন অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রীকে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ রাজনৈতিক স্বার্থে এই গ্রেফতার। বিজেপি কেন্দ্রীয় এজেন্সি গুলিকে নিজেদের মতো করে পরিচালনা করছে। বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের গ্রেফতার করা হয়েছে ও হচ্ছে।