দেশ
Trending

সাংসদ হওয়ার মাত্র ১২ দিনের মাথায় রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন জে পি নাড্ডা

JP Nadda resigned as Rajya Sabha MP

The Truth Of Bengal : মাত্র কিছু দিন হল তিনি সাংসদ হলেন। তবে তাঁর ১২ দিনের মাথায় সোমবার এবার তিনি নিজেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মনে করা হচ্ছে, লোকসভা ভোটে বিজেপি তাঁকে প্রার্থী করতে চায়। প্রকাশ্যে আসা চিঠিতে তিনি লিখেছেন, “হিমাচল প্রদেশের প্রতিনিধি রাজ্যসভার নির্বাচিত সদস্য জগৎপ্রকাশ নাড্ডা, রাজ্যসভায় তাঁর আসন থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র ২০২৪ সালের ৪ মার্চ, রাজ্যসভার চেয়ারম্যান গ্রহণ করেছেন”।

শনিবার প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। চলতি সপ্তাহেই দ্বিতীয় দফা প্রার্থীতালিকা ঘোষণা করার কথা। তার আগেই রাজ্যসভার সাসংদ পদ ছাড়লেন নাড্ডা। মনে করা হচ্ছে, এবার লোকসভা ভোটে নিজের জনপ্রিয়তা যাচাই করবেন তিনি। হিমাচল প্রদেশ থেকেই তাঁকে প্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা দিল্লির রাজনৈতিক মহলে।

বর্তমানে, হিমাচলে কংগ্রেস সরকার থাকায়, জেপি নাড্ডায় জয় নিশ্চিত ছিল না। সদ্য সমাপ্ত রাজ্যসভা নির্বাচনে গুজরাট থেকে বিজেপির টিকিটে তৃতীয়বারের জন্য রাজ্যসভার সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য হিসেবে, আগামী এপ্রিল মাসেই তাঁর কার্যকাল ফুরোবে। এদিন হিমাচল প্রদেশের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি।

 

FREE ACCESS

Related Articles