
The Truth of Bengal: চলছে উৎসবের মরশুম। দোরগোরায় কড়া নাড়ছে শীতও। জম্মু-কাশ্মীরে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। আর তারই মধ্যে জম্মু-কাশ্মীরের ডাল লেকে বেশ কয়েকটি হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। জানাগিয়েছে একটি পর্যটন হাবে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে হাউসবোট। কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানাগিয়েছে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে পাঁচটি হাউসবোট ও তিনটি ঘর। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় কমপক্ষে তিনটি হাউজবোট৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে শ্রীনগরের ডাল লেকে৷ দমকল বাহিনীর এক আধিকারিক বলেন, সকালে তারা খবর পান, সাফিনা নামের একটি হাউজবোট ডাল লেকের 9 নম্বর ঘাটে পার্ক করা ছিল৷
সেই বোটে আগুন ধরে যায়৷” সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে৷ তবে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি৷ দমকলবাহিনীর এই কর্তা আরও বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজও শুরু হয়৷ ততক্ষণে কয়েকটি হাউজবোটে আগুন ছড়িয়ে গিয়েছে৷ তবে কারও জখম হওয়া বা প্রাণহানির ঘটনা ঘটেনি হাউজবোটগুলিতে আগুন কীভাবে ধরল, তা এখনও জানা যায়নি৷ কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্দিষ্ট করে জানা না-গেলেও আনুমানিক কোটি টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে৷ এদিকে, শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের হুমামা এলাকায় একটি তিন তলা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে৷
এর আগে জুলাই মাসে হাউজবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল৷ সেবারও শ্রীনগরের ডাল লেকেই আগুন লেগেছিল৷ অগস্ট মাসে রামবান জেলায় আগুন লেগে তিন জনের মৃত্যু হয়েছে ৷ 2 জন আহত হন৷ সেবার ছোট ঝুপড়িতে আগুন ধরে গিয়েছিল৷ জম্মু-কাশ্মীরের গানডেরবাল জেলায় একটি সরকারি কলেজে আগুন লাগে জুলাই মাসে। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ডাল লেক। বহু পর্যটকই ডাল লেকে হাউসবোটে থাকেন। সেই হাউসবোটে অগ্নিকাণ্ডে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে। ক’দিন আগেই কাশ্মীরে মরসুমের প্রথম তুষারপাত হয়েছে। এই খুশির মধ্যেই ভূ-স্বর্গে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন পর্যটকদের একাংশ।
Free Access