দেশ

হারানো প্রেমিকাকে ফিরে পেতেই চাকরিটা চাই, নাছোড় যুবক

I want the job to get my lost lover back, young man

The Truth Of Bengal : চাকরি এমন একটি বিষয় যা প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। কারণ একটা ভালো চাকরি থাকলে পরিবারে অর্থ উপার্জনের একটি রাস্তা থাকবে। তাই বলে এমনটা নয় যারা চাকরি করেন না তারা অর্থ উপার্জন করেন না। তবে বেশ কিছু বহু মানুষ রয়েছেন যারা অর্থ উপার্জনের পথ হিসেবে চাকরিটাকেই বেছে নেয়। কিন্তু শুধুমাত্রই কি সংসার চালানো কিংবা নিজের শখ আহ্লাদ মেটানোর জন্যই চাকরির পথ বেছে নেন সাধারণ মানুষ? না, বেশ কিছু মানুষ রয়েছেন যারা তাদের প্রিয় মানুষটাকে বিবাহ করার জন্য চাকরি করতে চান। এবারে অনেকে মনে করবেন বিয়ের সাথে চাকরির কি সম্পর্ক? হ্যাঁ, কোথাও গিয়ে হয়তো একটা সম্পর্ক রয়েছে। কারণ আজকালকার যুগে কোনো মেয়ের বাবা নিশ্চয়ই চাইবেন না তার মেয়ে এমন একটা পরিবারে যাক যার পার্মানেন্ট কোন ইনকাম নেই।

সম্প্রতি এমন একটি ঘটনা এক্স হ্যান্ডেলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যেখানে দেখা যাচ্ছে, দিপালী বাজাজা নামে এক মহিলা যিনি আরভা হেলথ এর প্রতিষ্ঠাতা এবং সিইও তার স্টার্টআপের সাথে একজন ফুল টাইম টেক ইঞ্জিনিয়ার এর ভূমিকার জন্য আবেদন করেছিলেন। আর এই চাকরিটি কেন তার প্রয়োজন তা তিনি জানিয়েছেন নিজে। সম্প্রতি দিপালী সোশ্যাল মিডিয়ায় এক্স প্লাটফর্মে তার এই চাকরির নিয়োগের আবেদন পত্রের একটি স্ক্রিনগ্র্যাব শেয়ার করেছেন।

ওই স্ক্রিনগ্র্যাবে দেখা যাচ্ছে, ওই ফরমের মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কেন এই পোস্টের জন্য উপযুক্ত? তখন তার উত্তরে ওই চাকরিপ্রার্থী জানিয়েছিলেন, তার এই চাকরিটা দরকার কারণ এই চাকরিটা হলে তিনি হয়ত তার শৈশবের বান্ধবীর সাথে বিয়ে করতে পারবেন। এতদিন তিনি বেকার থাকায় তার ঐ বান্ধবীর বাবা নিজের মেয়ের সাথে তার বিয়ে দিতে চাননি। দিপালীর এক্স হ্যান্ডেল শেয়ার করা স্ক্রিনগ্র্যাবটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় উঠেছে কমেন্টের ঝড়। কেউ লিখেছেন, “সততার জন্য তাকে অবশ্যই নিয়োগ করা উচিত।”

Related Articles