
Truth Of Bengal: ফের কুম্ভমেলায় আগুিকাণ্ড। বৃহস্পতিবার কুম্ভমেলার সেক্টার ২২-তে আগুন লাগে। বেশ কয়েকটি তাঁবুতে ছড়িয়ে গিয়েছে এই আগুন। খবর পেয়ে দমকল বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে প্রশাসনের আধিকারিকরাও পৌঁছায়। আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে একনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরের দিকে কুম্ভমেলার একটি তাঁবুতে আগুন লাগে। আর তা থেকে জুনা আখড়ার প্রায় ১৫টি তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে।
ফের কুম্ভমেলায় আগুিকাণ্ড, দেখুন ভিডিও pic.twitter.com/u2uW8Kyeal
— TOB DIGITAL (@DigitalTob) January 30, 2025
On January 30, 2025, at around 2:00 PM, a fire broke out in a private tent about 6 kilometers outside the Kumbh Mela area. Upon receiving the information, the @fireserviceup team immediately reached the site and brought the fire under control. There were no casualties in the fire… pic.twitter.com/mEpORhHaOM
— Vandana Gupta 🇮🇳 (@im_vandy) January 30, 2025
উল্লেখ্য, চলতি মাসের ১৯ তারিখ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বুঝে সে সময় দমকলের ৬ টি ইঞ্জিন এসেছিল ঘটনাস্থলে। পুড়ে ছাই হয় একাধিক তাঁবু। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সূত্রের খবর, দুটি সিলিন্ডার ফেটে এই বিপত্তি ঘটেছিল। মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ সিলিন্ডার ব্লাস্ট হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছিল, দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার।ভিডিওয় দেখা যাচ্ছে, আগুন লাগতেই কার্যত গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। দমকল বাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছেছে সেখানে। সেই ঘটনার প্রায় ১০ দিন পরে ফের এমন অগ্নিকাণ্ড ভাবাচ্ছে সকলকে।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এখনও পর্যন্ত কোটি কোটি পুণ্যার্থী সঙ্গম ত্রিবেণীতে গঙ্গাস্নান করেছেন। মেলা চলার মাঝে বারবার ঘটে চলা এই সকল দুর্ঘটনার জেরে রীতিমত উদ্বেগ ছড়িয়েছে পুণ্যর্থীদের মধ্যে। তবে, আগুন আপাতত নিয়ন্ত্রণে।