দেশ
Trending

বেঙ্গল সাফারি পার্কের সিংহীর ‘সীতা’ নামকরণ নিয়ে বিতর্ক!

Controversy over the naming of Bengal Safari Park's lioness 'Sita'!

The Truth Of Bengal : বেঙ্গল সাফারি পার্কের এক সিংহীর নামকরণ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।  বিতর্কের জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত।  আর এই নামকরণ নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরার এক বনকর্তাকেও সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয় সিংহ ও সিংহী। সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়  ‘সীতা’। অন্যদিকে সিংহের নামকরণ করা হয় ‘আকবর’। আর এই ‘সীতা’ নাম নিয়েই তীব্র আপত্তি তোলে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।

আপত্তি তুলে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। এই নিয়ে গত বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্টেট জু অথরিটির কাছে রিপোর্ট চেয়ে পাঠান। গত বৃহস্পতিবার সিঙ্গল বেঞ্চে পুনরায় মামলাটি শুনানির জন্য ওঠে। দেবদেবী বা স্বাধীনতা সংগ্রামীর নামে পশু-পাখির নাম রাখা যায় কিনা, এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

সরকার পক্ষের আইনজীবী জয়জিৎ চৌধুরী দাবি করেন, সিংহ-সিংহীর নাম ত্রিপুরাতেই রাখা হয়েছে। রাজ্যের দেওয়া নাম নয়। এই নামকরণ বিতর্কের মাঝেই শনিবার ত্রিপুরার মুখ্য বন সংরক্ষক প্রবীণ লাল অগরওয়ালকে বরখাস্ত করা হয় বলেই সূত্রের খবর। তবে আদালতের নির্দেশ মতোই বেঙ্গল সাফারির ওই সিংহ-সিংহীর নাম পরিবর্তন করে দেওয়া হবে রাজ্যের তরফে জানানো হয়েছে।

 

FREE ACCESS